skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent NewsBenagl Weather: ঝড়বৃষ্টির টি-টোয়েন্টিতে গোহারা গরম, ঝোড়ো ব্যাটিং কালবৈশাখীর

Benagl Weather: ঝড়বৃষ্টির টি-টোয়েন্টিতে গোহারা গরম, ঝোড়ো ব্যাটিং কালবৈশাখীর

Follow Us :

কলকাতা: বৈশাখী বাংলাকে স্বস্তি দিয়ে রাজ্যে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। গ্রীষ্মের তীব্র দহনে যেভাবে পুড়ছিল দক্ষিণবঙ্গ, বৃষ্টির জেরে সেই প্যাচপ্যাচে গরম উধাও। রবিবারের ঝোড়ো বৃষ্টির পর শহরজুড়ে ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। সোমবারও রাজ্যজুড়ে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার ফলে মাঝ বৈশাখেও আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে।

সোমবার কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাতের বৃষ্টির পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.৩ মিলিমিটার। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং ছাড়া রাজ্যজুড়ে কালবৈশাখীর সর্তকতা। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: Andal Airport: বিমান বিভ্রাটে দুঃখপ্রকাশ সংস্থার, এখনও ভর্তি ২ যাত্রী

এর মাঝেই আবার আন্দামান সাগরে জমাট বাঁধছে ঘূর্ণাবর্ত। যার জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার ঘূর্ণাবর্ত তৈরি হবে। বৃহস্পতিবার রাত অথবা শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আন্দামান সাগরের পর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। আপাতত অভিমুখ বাংলা বা উড়িষ্যা উপকূলের দিকে হতে পারে এমনই সম্ভাবনা।

আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। মঙ্গলবার অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম ও মেঘালয়ে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আপাতত এ রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা জম্মুতে তাপপ্রবাহ চলবে।

RELATED ARTICLES

Most Popular