skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্যবিজেপি দফতরে হাতাহাতি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুব মোর্চার সহ-সভাপতির

বিজেপি দফতরে হাতাহাতি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুব মোর্চার সহ-সভাপতির

Follow Us :

কলকাতা: হেস্টিংসে বিজেপির যুব মোর্চার বৈঠকে গণ্ডগোল। হাতাহাতিতে অসুস্থ হয়ে মৃত্যু হল বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাজু সরকারের। ‘কথা কাটাকাটিতে উত্তেজিত’ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর। দমদমের নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। সোমবার সন্ধ্যায় যুব মোর্চার কলকাতা জোনের বৈঠকে একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল হেস্টিংসে।

আরও পড়ুন: বিজেপির জয়ে স্পষ্ট, সন্ত্রাসবাদকে ছুড়ে উন্নয়নকে বেছে নিয়েছে অসম: অমিত শাহ

সূত্রের খবর, বৈঠকে বিজেপি-র দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাজু। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাজুবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন রাজু।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দলের যুব মোর্চার সহ-সভাপতির মৃত্যু হলেও রাত পর্যন্ত বিজেপি বাংলার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এ নিয়ে কোনও পোস্ট নেই। বিজেপি সভাপতি দিলীপ ঘোষও ট্যুইটারে এই ঘটনা সংক্রান্ত কোনও পোস্ট করেননি।

RELATED ARTICLES

Most Popular