Wednesday, July 2, 2025
Homeরাজ্যবিজেপি জেলা সম্পাদকের উপর হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপি জেলা সম্পাদকের উপর হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

অভিযোগ অস্বীকার তৃণমূলের

Follow Us :

দিনহাটা: বিজেপি কোচবিহার জেলা সম্পাদক জয়দ্বীপ ঘোষের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দিনহাটা ২ নম্বর ব্লকের কুর্শাহাট বাজার সংলগ্ন এলাকার। অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটায়। যদিও অভিযোগ অস্বীকার করে করেছে তৃণমূল কংগ্রেস।

ঘটনার বিবরণে জানা যায় দিনহাটা ২ নম্বর ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি সম্পন্ন করে জয়দীপ ঘোষ দিনহাটার পথে ফিরছিলেন ঠিক সেই সময় নটকোবারি বাজারে তার গাড়ি থামিয়ে দেওয়া হয় বলে জন গিয়েছে। অভিযোগ, অতর্কিত তার গাড়ির উপর হামলা চালানো হয়।

তার আরও অভিযোগ, সামনেই নয়ারহাট পুলিশ পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি সেই সময়। আক্রমণের পর কোনভাবে জয়দীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তিনি সেই স্থান পরিত্যাগ করেন।

জয়দ্বীপ ঘোষ বলেন, তাকে আক্রমণ করে বিজেপির কর্মসূচিকে আটকানো যাবে না। তাকে ভয় পেয়েছে তৃণমূল নেতৃত্বরা। তবে হামলা যতই হোক, তিনি তার কর্মসূচি করে যাবেন।

অপরদিকে বিজেপি নেতা জয়দীপ ঘোষের গাড়ি ভাঙচুর এবং তার উপর হামলার অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য। তিনি জানান, দু’জনের নামে অভিযোগ করছেন ওই বিজেপি নেতা। ঘটনাক্রমে সেই দুই ব্যক্তি অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং সুকারুর কুঠি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক সেন দু’জনেই কলকাতায় রয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে। তাই বিজেপি নেতৃত্ব এদিন সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতে গেলে, সেখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামের সাধারণ মানুষ। আর তারপরেই বিজেপির তরফ থেকে এমন অভিযোগ তোলা হয়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39