কোচবিহার: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর অসাবধানতায় গুরুতর আহত দুই গ্রাহক। নিরাপত্তারক্ষীর হাতে থাকা বন্দুক মাটিতে পড়ে গিয়ে গুলি চলে দুর্ঘটনা। সেই গুলিতেই গুরুতর আহত তাঁরা। আহতরা চিকিৎসাধীন।
আরও পড়ুন: সমস্যা মেটাতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল
সূত্রের খবর, বুধবার কোচবিহারের কোতোয়ালি থানা সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকের ফ্রম ফিলাপ করতে গিয়েছিলেন সেই ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। কোনওভাবে ফ্রম ফিলাপ করার সময় নিরাপত্তারক্ষীর হাত থেকে তাঁর বন্দুকটি মাটিতে পড়ে যায়। বন্দুক থেকে বেরিয়ে আসে গুলি। সামনে থাকা এক ব্যক্তির হাতে গিয়ে লাগে গুলিটি। তারপর সেখান থেকে ছিটকে এক মহিলার পায়ে গিয়ে লাগে। তারপর গুরুতর অবস্থায় আক্রান্ত ব্যাক্তিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত মহিলাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে আতঙ্কিত কোতোয়ালির মানুষ।
আরও অন্য খবর দেখুন