নয়াদিল্লি: জ্ঞানবাপীর সিল করা তহখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিল আদালত। জ্ঞানবাপি মসজিদের (Gyanvapi Mosque) অন্দরে পুজো, ভোগ দেওয়ার অনুমতি। মসজিদের দক্ষিণাংশে বন্ধ থাকা তহখানায় ৭ দিনের মধ্যে সেই ব্যবস্থা করতে বারানসি জেলা আদালতের (Varanasi Court Allows) বিচারকের নির্দেশ। মসজিদের চৌহদ্দিতে ‘সোমনাথ ব্যাস তহখানা’য় 1993 পর্যন্ত ব্যাস পরিবার ধর্মীয় পুজোপাঠ সম্পাদন করতেন। মুলায়ম সিং যাদব সরকারের নির্দেশে তা বন্ধ হয়। সাত দিনের মধ্যে পুরনো ব্যবস্থা ফের চালু করতে নির্দেশ আদালতের।
জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi Mosque) চত্বরের মধ্যে থাকা দক্ষিণ কক্ষের অধিকার ২৪ জানুয়ারি নিজে হাতে নেয় বারানসি জেলা প্রশাসন। ওই অংশের নিয়ন্ত্রণ ভার ১৭ জনুয়ারি জেলাশাসককে দেন জেলা বিচারক।মসজিদের দক্ষিণ-কক্ষে পুরোহিতের মাধ্যমে পূজা, ভোগপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করার জন্য জেলাশাসককে দায়িত্ব দেওয়া হল। পুরোহিত নির্বাচন করবে বিশ্বনাথ ট্রাস্ট ও আবেদনকারী। উপযুক্ত নিরাপত্তার স্বার্থে সেখানে বেড়া দেওয়ার কাজও ৭ দিনের মধ্যে করতে হবে। নির্দেশ আদালতের। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক বিশ্ববেশার ৩০ জানুয়ারি রায়দান স্থগিত রাখেন। এদিন অন্তর্বর্তী রায় ঘোষিত হয়। ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: কল্পনার দ্বিতীয় প্রতিযোগী ‘ঝাড়খণ্ড টাইগার’, হেমন্তর প্রথম পছন্দ স্ত্রী
অন্যদিকে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) এদিনেই অনজুমান ইন্তেজামিয়া মস্ক কমিটিকে এদিন নোটিশ পাঠিয়েছে। মসজিদের অভ্যন্তরে ওয়াজুখানা এলাকায় বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর জন্য হিন্দু-পক্ষ আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নোটিশ। উল্লেখ্য, ওই ওয়াজুখানার অংশটি ছেড়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মসজিদ চত্বরে সমীক্ষা চালিয়েছে এবং রিপোর্টও দাখিল করেছে। বারাণসী আদালতে পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী মসজিদ হওয়ার আগে সেখানে মন্দির ছিল।
আরও অন্য খবর দেখুন