ওয়েব ডেস্ক: আজ রথযাত্রা, সকাল থেকেই সাজো সাজো রব শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে। নির্বিঘ্নে রথযাত্রা পালন করতে কড়া ব্যাবস্থা প্রশাসনের তরফে। গত কয়েক বছরেই পুরীতে উপচে পড়েছে ভক্তদের ভিড়। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন অনুয্ঠান।
পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান রীতিনীতি। প্রথমে ১০৮টি পাত্রের পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়। তারপর রথ প্রতিষ্ঠা করা হয়। এতে পুরোহিতরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে নতুন রথগুলিকে পবিত্র করেন। রথযাত্রা এই উৎসবের সবচেয়ে বিশেষ অংশ যেখানে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরে টেনে নিয়ে যান। দেবতারা সেখানে নয় দিন অবস্থান করেন।
আরও পড়ুন: বাংলাজুড়ে রথযাত্রা, দেখুন বিভিন্ন প্রান্তের ছবি
বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া ব্যাবস্থা। বিপুল জনসমাগম পুরীর মন্দিরে। ওড়িশা পুলিশ জানিয়েছে, যে প্রায় ১৫ লক্ষ ভক্তের ভিড় সামাল দেওয়ার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই ক্যামেরা এবং ড্রোন নজরদারি। শহরের নির্দিষ্ট স্থানে সাব-কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠান। দিঘায় রথের রশি টেনে, এবং সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীতেও চলছে বিভিন্ন আচার অনুষ্ঠান।
দেখুন ভিডিও