skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollশুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ, বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা
Weather Updates

শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ, বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা

Follow Us :

কলকাতা: শুক্রবার পর্যন্ত ফের তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর। বুধবার দুপুরে আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাাহ দেখা যাবে। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে, বীরভূমে তাপপ্রবাহ বইবে। আগামী তিনদিন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। বেশকিছু জেলায় লাল ও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল, যা স্বস্তি দিয়েছিল সাধারণ মানুষকে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ।

আরও পড়ুন: মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ‘ইডিয়ট’ বললেন তৃণমূলের শতাব্দী

রাতের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। হলুদ সতর্কবার্তা জারি দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে উপরের দিকের জেলাগুলিতে ক্রমশ কমবে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধ ও বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular