উলুবেরিয়া: উলুবেড়িয়ায় (Uluberia) মানুষে মমতার উন্নয়নের জন্য পাশে রয়েছে নির্বাচনের প্রচারে (Loksabha Election Campaign) বললেন উলুবেরিয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ (Uluberia Trinamool candidate Sajda Ahmed)। তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Trinamool candidate for Ghatal Dev)। সাজদার বিরুদ্ধে ওঠা পরিযায়ী পাখির তকমা মুছে তাঁর দাবি, আরও বেশি ভোটে জিতবেন। মমতার উন্নয়নের সঙ্গে রয়েছে মানুষ। কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপির অপপ্রচারে উলুবেড়িয়ার মানুষ কান দেবে না। মানুষ তৃণমূলের সঙ্গে আছে সেটা তাদের ভালোবাসা দেখে বোঝা যাচ্ছে। ২০১৯ থেকে বেশি ভোটে উলুবেড়িয়া থেকে জয়ী হবে তৃণমূল। এদিন দেবের প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কার্যত জনসমাবেশ পরিণত হয়েছিল। দেব (Dev) বলেন, রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যা ভোট হচ্ছে তাতে উলুবেরিয়া সিটে তৃণমূল আন্যান্য আসন থেকে বেশি ভোট পাবে।
দেখুন ভিডিও