skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeরাজনীতিজল্পনার অবসান! পিএসি'র চেয়ারম্যান মুকুল রায়

জল্পনার অবসান! পিএসি’র চেয়ারম্যান মুকুল রায়

Follow Us :

দীর্ঘ জল্পনা কাটিয়ে অবশেষে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার এই পদে তাঁর নাম ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের  নাম ঘোষণা হতেই সভাকক্ষ ত্যাগ করে বিজেপি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইনসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সর্বদাই বিরোধী দলের নেতারাই হয়ে থাকেন। মূলত, সরকারের আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত যাবতীয় বিষয়ের ওপর নজর রাখে এই কমিটি। কিন্তু এবারের বাংলার নির্বাচনে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মুকুল রায় বিজেপি ছেড়ে যোগ দেন তাঁর পুরোন দল তৃণমূলে। যদিও এবারের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে ভোটে জয়ী হয়ে বিধায়ক হন মুকুল।

আরও পড়ুন কেন্দ্রের নতুন সমবায় মন্ত্রক নিয়ে প্রশ্ন বিরোধীদের

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলেছিলেন, পিএসির চেয়ারম্যান হবেন মুকুল রায়। কেননা, তিনি এখনও বিজেপি’র বিধায়ক। অন্যদিকে, এই ঘোষণার পরই এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সভাকক্ষ ছেড়ে বেড়িয়ে যান বিজেপি বিধায়কেরা। তারপর সাংবাদিকদের  মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি বলেন, ‘এই সরকার নিজেদের আয়-ব্যয়ের হিসেব নিজেরাই দেখতে চায়।’

আরও পড়ুন  দিলীপের ‘খাসতালুক’-এ ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের

পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণা হওয়ায় এবার বিধানসভার অন্যান্য ১০টি কমিটিতেও যোগ দিতে অস্বীকার করেছে বিজেপি। পিএসির  চেয়ারম্যান পদে বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে আনতে চেয়ে তাঁর নামে মনোনয়নপত্র জমা দিলেও সেটা প্রত্যাখ্যান করা হয় বলে এদিন দাবি করেছেন শুভেন্দু। অন্যদিকে, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরেই তাঁর মনোনয়ন খারিজের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন কল্যানীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বিধানসভা আইনের ৩০২ ধারা উল্লেখ করে পিএসি পদ থেকে মুকুল রায়ের  মনোনয়ন খারিজের দাবি জানিয়েছিলেন। যদিও তাঁর আবেদন খারিজ করা হয়।

যদিও বিজেপির অভিযোগের পাল্টা  সুব্রত মুখোপাধ্যায় বলেন, ১৫ বছর আমি বিরোধী দলে ছিলাম। নিয়মটা আমি ভালই জানি।সমস্ত নিয়ম মেনেই বিরোধী দলের বিধায়ককেই পি এ সি র চেয়ারম্যান করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular