কলকাতা: ব্রাজিল যুবকের শরীর থেকে মাদক ক্যাপসুল উদ্ধার করল এসএসকেএম। বেআইনি পদক্ষেপ রুখতে ব্যবস্থা নিল হাসপাতাল। ব্রাজিলের এক যুবকের পাকস্থলী থেকে ৪৪টি মাদক ক্যাপসুল উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, ব্রাজিল থেকে ভারতে এসেছিলেন এক ব্রাজিলীয় যুবক। কলকাতা বিমানবন্দরে আচমকাই তাঁর পেটে ব্যথা শুরু হয়। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ওই যুবকের মল থেকে ৪৪টি মাদক ক্যাপসুল উদ্ধার করেছেন চিকিৎসকরা। যার এক একটির ওজন প্রায় ১২ থেকে ১৪ গ্রাম। ক্যাপসুলের ভিতর থেকে প্রায় আধ কেজি ওজনের কোকেন ছিল বলে জানায় পুলিশ।
গত ১২ অগাস্ট ওই ব্যক্তি ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতা আসেন। তারপর তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তাঁরা সন্দেহ প্রকাশ করেন ওই ব্যক্তি পাচার করে আনা ক্যাপসুল গিলে ফেলেছেন। তারপরেই ওই ব্যক্তির পেটে যন্ত্রণা শুরু হয়। প্রথমে তাঁকে কলকাতা বিমানবন্দরের কাছে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএমে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসার পর তাঁর শরীর থেকে ওই মাদক ক্যাপসুল উদ্ধার করেন এসএসকেএমের চিকিৎসকেরা।
আরও পড়ুন: Ghosts Panic: দিনে দুপুরে ভূতের উৎপাত খোদ কলকাতায়
মাদক নিয়ন্ত্রণ সংস্থা জানায়, বেসরকারি হাসপাতালের এক্সরেতেই ওই যুবকের শরীরের ভিতর ক্যাপসুলগুলি দেখা যায়। পরে তাঁর বিভিন্ন উইথড্রয়াল উপসর্গ, বিরক্তি-সহ একাধিক সমস্যা দেখা গেলে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে ওষুধ দিয়ে মলের মাধ্যমে বের করে আনা হয় ক্যাপসুলগুলিকে। যা পরে পরীক্ষা করে নারকোটিকস গোয়েন্দারা জানিয়েছেন, ৪৪টি ক্যাপস্যুলের ভিতর ৪৯৭ গ্রাম কোকেন ছিল।
হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন ভর্তি থাকার পর দু-একদিন আগে অবশেষে ছুটি পান তিনি। শুক্রবার তাঁকে বারাসত কোর্টে পেশ করা হয়। এই কেসে মাদক নিয়ন্ত্রক সংস্থা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ওই বেসরকারি হাসপাতাল এবং এসএসকেএমের চিকিৎসকদের। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁরা কৃতজ্ঞ।