Wednesday, July 2, 2025
Homeফিচারফের দরজা চওড়া করছে বঙ্গ-বিজেপি, নিদান বনশলের

ফের দরজা চওড়া করছে বঙ্গ-বিজেপি, নিদান বনশলের

Follow Us :

কণাদ দাশগুপ্ত : সংগঠন দুর্বল, নেতানেত্রীরা অযোগ্য, ব্যর্থ৷ তাই ভাড়াটে সেনাই ভরসা বঙ্গ-বিজেপির৷ রোগের কারণ এবং রোগীর লক্ষণ বোঝার পর এমনই নিদান রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনশলের৷  বৈদিক ভিলেজে আয়োজিত বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে বনশলের বার্তা, ‘অন্য দলের নেতাদের বিজেপিতে আসার দরজা খোলা রাখতে হবে’। এখানেই শেষ নয়, অন্য দল থেকে পদ্ম-শিবিরে সামিল হওয়া দলবদলু নেতারা যাতে উপযুক্ত সম্মান পান, সে বিষয়েও নেতানেত্রীদের সতর্ক করেছেন বনশল।

২০২৩-এর পঞ্চায়েত এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের  আগে দলকে আরও সংহত, কোন্দলমুক্ত এবং শক্তিশালী করার লক্ষ্যেই পাঁচ তারা রিসর্টের মনোরম পরিবেশে শিবির খুলেছিল বিজেপি৷    তিনদিনের এই প্রশিক্ষণ শিবিরে বঙ্গ বিজেপিকে নানা ধরনের উপদেশ, পরামর্শ দিয়ে গিয়েছেন দিল্লির নেতারা৷ তবে সার কথাটি বলেছেন সুনীল বনশল৷এই বনশল বিজেপি’র অন্দরে পরিচিত ‘উত্তর প্রদেশে জয়ের কারিগর’ হিসাবে৷ বনশলের কৃতিত্বেই না’কি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর আসনে বসার সুযোগ পেয়েছেন৷ এবং বনশলের জন্যই না’কি মুখরক্ষা হয়েছে উত্তর প্রদেশের সাংসদ নরেন্দ্র মোদীর৷ বিজেপির শীর্ষমহল তাই বনশলের কথাবার্তাকে একটু বেশি নম্বর দেয়৷ সেই বনশলকেই বাংলার পর্যবেক্ষক করার পিছনে বিজেপির নির্দিষ্ট ছক রয়েছে৷ বনশলকে বিজেপি যত নম্বর দেয়, তাতে এটা স্পষ্ট, খামোকা সময় নষ্ট করার জন্য তাঁকে বাংলার পর্যবেক্ষক করা হয়নি৷ কিন্তু ওই বনশল প্রথম দিন এসেই বুঝতে পেরেছেন বঙ্গ-বিজেপির এই নেতাদের দিয়ে কোনও কাজ হবে না৷ দরকার দক্ষ নেতা৷ কিন্তু রাজ্য বিজেপির অন্দরে জোর তল্লাশি চালালেও যে মনোমত নেতা মিলবে না, তা শহরে পা রাখার ৪৮ ঘন্টাতেই বুঝে ফেলেন বনশল৷ তাই তাঁর উদাত্ত আহ্বান, “ভিন দলের নেতাদের দিকে নজর দেওয়া হোক৷ তাঁদের বিজেপিতে  সামিল করার ব্যবস্থা হোক৷ অন্য দলের নেতাদের জন্য বঙ্গ-বিজেপির দরজা আরও চওড়া করতে হবে, দরজা খুলে রাখতে হবে৷” এই নিদানেইথামেননি বনশল৷ বলেছেন, “অন্য দল থেকে পদ্ম-শিবিরে সামিল হওয়া দলবদলু নেতারা উপযুক্ত সম্মান এবং স্বীকৃতিও পাবেন৷”

বনশলের এই বার্তায় রাজ্য-বিজেপি কার্যত উলঙ্গ হয়ে গিয়েছে৷ একঘর নেতা-কর্মীদের সামনেই সুনীল বনশল বুঝিয়ে গেলেন রাজ্য নেতারা কোনও কাজের নয়৷ অযোগ্য, অদক্ষ, কোন্দলপ্রেমী, দলের মধ্যে গ্রুপ তৈরিতেই সিদ্ধহস্ত৷ এই নেতাদের সামনে রেখে একটি পঞ্চায়েতেও জয় আসবে না৷ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট বা লোকসভা নির্বাচন তো দূরের কথা৷  বিকল্প একটিই, অন্য দল ভাঙাও, নেতা আনো৷  দলকে আড়ে-বহরে বাড়াতে অন্য দলের নেতাদের জন্য দরজা খুলে রাখতেই হবে৷ সেই বার্তাই দিয়ে গেলেন কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের সদ্য নিযুক্ত পর্যবেক্ষক সুনীল বনশল।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৎকালীন পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় এই নীতিই নিয়েছিলেন৷  একুশের ভোটের আগে দরজা আরও চওড়া হয়৷ সরকার গড়ার দাবিদার খেলা শেষ করে ৭৭ বিধায়কে, যা এখন দাঁড়িয়েছে ৬৯-এ৷ সাংসদও কমেছে ২ জন৷ বিধায়ক হতে যারা পদ্ম-পতাকা হাতে নিয়েছিলেন, ভোটে হেরে তাদের ৭০ ভাগই পুরোনো দলে ফিরে গিয়েছেন৷ আর দলের অন্দরে দগদগে ঘা হয়ে দেখা দিয়েছে সীমাহীন কোন্দল, রাজ্য নেতাদের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে৷ 

সুনীল বনশল যেখানে হাত দেন, সেখানেই সোনা ফলে, বিজেপির এমনই বিশ্বাস ৷ ‘দরজা আরও চওড়া’ করার ডাক দেওয়া বনশল এখনও টের পাননি বঙ্গ-বিজেপির পদাধিকারীদের দৌড়৷ দলের উপকার করতে না পারুক, দলকে গোষ্ঠীকোন্দলে জর্জরিত করতে এরা প্রত্যেকেই সিদ্ধহস্ত৷ নিজেদের আসন টলে যাওয়ার ভয়ে এরা অন্য দলের কাউকেই দলে টিঁকতে দেবে না৷ 

বনশল ঠিকই বুঝবেন, একটু সময় লাগবে এই যা ৷  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Donald Trump | Narendra Modi | মোদি-ট্রাম্প সম্পর্ক অতি মধুর, জানালেন হোয়াইট হাউসের মুখপাত্র
02:45:10
Video thumbnail
Donald Trump | ট্রাম্প-মাস্ক লড়াই চরমে, সেনেটে বিল পাশ করাতে কালঘাম ছুটছে ট্রাম্পের, কী হতে চলেছে?
01:42:16
Video thumbnail
Indian Railways | পরিষেবা তথৈবচ, ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনে, কী বলছে তৃণমূল? কী দাবি বিজেপির?
02:00:36
Video thumbnail
Kasba Incident | কসবা কাণ্ডে ল' কলেজের সিসিটিভি ফুটেজে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, দেখুন ভিডিও
01:26:20
Video thumbnail
Kasba Incidetn | মনোজিত সহ দুই পড়ুয়া সাসপেন্ড, গভর্নিং বডি মিটিংয়ে কড়া পদক্ষেপ, দেখুন বড় আপডেট
58:30
Video thumbnail
Madan Mitra | কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যে শোকজের জবাব মদন মিত্রের, কী বললেন? দেখুন ভিডিও
02:22:01
Video thumbnail
Weather Update | শুরু হবে প্রবল দু/র্যোগ, সঙ্গে তুমুল বৃষ্টি, সতর্কতা জারি উপকূলে, দেখুন বড় আপডেট
02:59:35
Video thumbnail
Iran-Israel | আবারও শুরু হবে ইরান-ইজরায়েল যু/দ্ধ? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
01:45:10
Video thumbnail
Donald Trump | ট্রাম্পের চোখ রাঙানিতে পিছল কানাডা
54:15
Video thumbnail
Kasba Incident | কসবা কাণ্ডে এবার নয়া মোড়! তদন্তকারীদের হাতে বড় তথ্য প্রমাণ, দেখুন EXCLUSIVE খবর
01:13:35

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39