কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় আবার দুর্ঘটনার কবলে। সোমবার শুভেন্দু কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। প্লাস্টিকের দানা বোঝাই একটি লরি হলদিয়া থেকে কাঁথি হয়ে ওডিশার দিকে যাচ্ছিল। দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার বেতালিয়াতে লরিটি বিরোধী নেতার কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে। সিএপিএফের ওই গাড়িটির সামান্য ক্ষতি হয়। মারিশদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লরিটি আটক করেছে পুলিশ। তবে শুভেন্দুর কোনও আঘাত লাগেনি।
এর আগেও একাধিকবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনার মুখে পড়ে। গত বিধানসভা ভোটের পরেই বিভিন্ন জেলায় তাঁর কনভয় আটকানোর চেষ্টা করে তৃণমূল। তা নিয়ে অশান্তিও হয়। শুভেন্দু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত জানায়, শুভেন্দুকে কোথাও আটকানো যাবে না। শুধু তাঁর কনভয় আটকানোই নয়, শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলেও পড়েছে। তা নিয়েও বিতর্ক কম হয়নি। যদিও এদিনের দুর্ঘটনা নিয়ে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।