
মিনাখাঁ : মাঠ দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মিনাখাঁয়। এলাকায় বোমাবাজি ও শূন্যে গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা, অভিযোগ এলাকাবাসীর।
সূত্রের খবর, মিনাখাঁ থানার ধুতুরদাঁও গ্রামের বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় ফুটবল মাঠের দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। স্থানীয় অনেক তৃণমূল নেতা-কর্মীর অভিযোগ, দলেরই একাংশ এই মাঠ দখলের জন্য উঠেপড়ে লেগেছে। কয়েকদিন আগে স্থানীয়রা মাঠে হাজির হয়ে বিক্ষোভ দেখান। বুধবার শাসকদলেরই দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল চরম আকার নেয়।
আরও পড়ুন, ২২ জানুয়ারি মমতার সম্প্রীতি মিছিল বন্ধে আদালতের দ্বারস্থ শুভেন্দু
স্থানীয়দের অভিযোগ, দুই পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ ঘটে। চলে দেদার বোমাবাজি। এমনকী শূন্যে গুলিও চলে কয়েক রাউন্ড। পুলিশ অবশ্য গুলি চলার কথা অস্বীকার করেছে। বোমাবাজিতে পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে দুইজনকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মাঠের এক অংশ তৃণমূল আশ্রিত গুন্ডারা দখল করে সেখানে বেআইনি নির্মাণ করছিল। তৃণমূলের আর এক গোষ্ঠী প্রতিবাদ করে।তা নিয়ে্ এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন দুই পক্ষের গোলমাল চূড়ান্ত আকার নেয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।