ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট এর মধ্যে চুরি করতে এসে সিআইএসএফ এর হাতে ধরা পড়লো দুই জন যুবক। স্থানীয় সূত্রে জানাযায়, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট এর মধ্যে তিন জনকে সন্দেহ করে ফরাক্কা ব্যারেজের সিআইএসএফের জওয়ানরা। সন্দেহ বসত তাঁদের পিছনে ধাওয়া করলে তাঁদের মধ্যে দুই জন যুবক ফরাক্কা ব্যারেজের পাশে ফিটার ক্যালেনের জলে ঝাঁপ দেয় এবং অন্য একজন যুবক বাইক নিয়ে পালিয়ে যাই। ফরাক্কা ব্যারেজের সিআইএসএফ জওয়ানরা তাদেরকে ফরাক্কা ফিটার ক্যালেনের জল থেকে উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয় বাসিন্দাদের জানায়, এই তিন জন যুবক সম্ভবত ফরাক্কা ব্যারেজে প্রজেক্ট এর মধ্যে লোহা চুরির উদ্দেশ্য এসেছিলো সিআইএসএফ জওয়ানদের নজরে আশায় আর চুরি করতে পারেনি। তাঁদের মধ্যে একজন বাইক নিয়ে পালিয়ে যাই ও বাকি দুই জন যুবক ধরা পরে যায়। সিআইএসএফ সুত্রে জানাযায়, তাদের জিজ্ঞাসা বাদ চলছে ।
Html code here! Replace this with any non empty text and that's it.