কলকাতা: রাজ্যের সমস্ত বেসরকারি যাত্রী পরিবহণে লোকেশন ট্র্যাকিং ডিভাইস (VLTD) বসানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার| গাড়িতে এই যন্ত্র লাগানো না হলে ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Clearance Certificate) যেমন দেওয়া হবে না, তেমনই দৈনিক ৫০ টাকা করে জরিমানা দিতে হবে বলে নির্দেশ দিল পরিবহণ দফতর (Transport Department)।
পরিবহন সংস্থাগুলি কী ধরনের সুযোগ-সুবিধা পেতে পারে সে সম্পর্কে অধিকাংশ মানুষেরই কোন ধারণা নেই। এমনকী গাড়ির দামের বিষয়টি নিয়েও এখনো পরিষ্কার কোনও সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে যুক্ত ১২টি অ্যাসেম্বেলড সংস্থা এরাজ্যের বাস সংগঠন গুলির সঙ্গে এখনো পর্যন্ত কোন রকম যোগাযোগ করেনি। এর জন্য বাস সংস্থাগুলি বিভ্রান্ত।
উল্লেখ্য, পরিবণ দফতরের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন বেসরকারি পরিবহণ সংগঠনগুলি। সংগঠনের নেতারা দাবি করেন, ভিএলটিডি লাগানোর জন্য রাজ্যে উপযুক্ত পরিকাঠামো নেই।
আরও পড়ুন : Madhyamik Exam 2023: এবার মাধ্যমিক পরীক্ষায় নজরদারিতে নয়া অ্যাপের ব্যবস্থা পর্ষদের
এই বিষয় নিয়ে মঙ্গলবার আবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে সিটি সাবারবান বাস (Bus) সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানন, রাজ্য সরকারের এই ব্যবস্থাটি পুরোপুরি ভুলে ভরা।৮ ফেব্রুয়ারি বিকেল তিনটের সময় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে ফের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে এ রাজ্যের বাস মালিকের সংগঠনগুলিকে । আগামী দিনে এই ভিএলটিডি(VLTD) ব্যবস্থার মাধ্যমে নিজেদের যুক্ত করার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছে। ভিএলটিডি চালু করার জন্য কেন রাজ্য সরকার এত জোরাজুরি করছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা চালু করতে গেলে একেকটি বাসের (Bus) শুধুমাত্র কানেকশনের জন্য চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে। রাজ্যজুড়ে প্রায় এই মুহূর্তে ২৬ লক্ষ বাস রয়েছে। তার ইমপ্লিমেন্ট কী করে সম্ভব তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
শেয়ার করুন