Wednesday, July 2, 2025
HomeScrollImran Khan: কোনও অবস্থাতেই পদত্যাগ নয়, জানালেন ইমরান

Imran Khan: কোনও অবস্থাতেই পদত্যাগ নয়, জানালেন ইমরান

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ফল যাই হোক, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন ইমরান খান(Pakistan PM Imran Khan)। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান(Pakistan PM Imran Khan) জানিয়েছেন, শুক্রবার অনাস্থা ভোটের ফল যাই হোক না কেন, কোনও অবস্থাতেই তিনি পদত্যাগ করবেন না। ইমরান এক সাংবাদিক সম্মেলনে জানান, বিরোধীরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সফল হবেন না(Imran Khan Will Not Resign)।
তিনি বলেন, আমিও কোনও অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং আমি তাঁদের অবাক করে দেব যখন তাঁরা চাপের মধ্যে থাকবেন ঠিক তার এক দিন আগে। প্রসঙ্গত, ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার আসাদ কায়সার গত ২৫ মার্চ অনাস্থা প্রস্তাবের জন্য অধিবেশন আহ্বান করেন এবং এনএ নিয়ম অনুযায়ী ভোট তিনদিন পরে এবং সাতদিনের মধ্যে করতে হবে।
আত্মবিশ্বাসের সঙ্গে ইমরান বলেন, আমার ট্রামকার্ড হল যে আমি এখনও আমার কোনও কার্ড রাখিনি। আমি ঘরে বসে থাকব, এমন মিথ্যা ধারণার মধ্যে কারও থাকা উচিত নয়। আমি কেন পদত্যাগ কর? চোরেদের চাপের কারণে আমাকে পদত্যাগ করতে হবে?

আরও পডুন: Narendra Modi: দেশের শীর্ষস্থানীয় শিখ বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিরোধীদের সতর্ক করে তিনি বলেন, রাজনীতি করার জন্য সেনাবাহিনীর সমালোচনা করা উচিত নয়। যদি তাঁকে পথ থেকে সরে দাঁড়াতে হয় তবুও তিনি চুপ থাকবেন না বলেও সতর্কবার্তা ইমরানের। সরকার ক্ষমতাচ্যুত হলেও তাঁর নীতির সঙ্গে আপস এবং জনগণ ও ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা  করতে পারবেন না তিনি।
শেষে তিনি দাবি করেন, তার দলের যথেষ্ট জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। জনগণ তাঁর সঙ্গে আছে। পাকিস্তানের ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছে বলেও তিনি দাবি করেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39