Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSealdah Metro: শীঘ্রই চালু হবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো, ছাড়পত্র রেলওয়ে সেফটি কমিশনারের

Sealdah Metro: শীঘ্রই চালু হবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো, ছাড়পত্র রেলওয়ে সেফটি কমিশনারের

Follow Us :

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী তিন মাসের মধ্যে চালু হতে চলেছে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro)  এই অংশে ট্রেন চলাচলের জন্য গত সপ্তাহেই পরীক্ষা নিরীক্ষা করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commission of Railway Safety) মহম্মদ লতিফ খান। তিনি তাঁর রিপোর্টও পেশ করেছেন। তাতেই বলা হয়েছে, ছাড়পত্র দেওয়া হল এবার তিন মাসের মধ্যে ওই অংশে মেট্রো চালু করতে হবে। কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে চালু না করতে পারলে সেক্ষেত্রে তাদের ফের আবেদন করতে হবে।

ছাড়পত্র দেওয়ার বিজ্ঞপ্তিতে বেশ কিছু বিষয়ের উপর নজর দিতে বলেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। কী কী সেই বিষয়গুলি? 

প্রথমত, রেকের গতির সীমা যেভাবে বেঁধে দেওয়া হয়েছে, তা মেনে চলতে হবে।

দ্বিতীয়ত, মেট্রো কর্তৃপক্ষকে রেলের ট্র্যাক এবং অন্যান্য কাজ নিয়মিত পরিদর্শন এবং পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে।

তৃতীয়ত, বেঁধে দেওয়া মাপকাঠি অনুযায়ী মেট্রো কর্তৃপক্ষকে প্রশিক্ষণপ্রাপ্ত মেনটেন্যান্স স্টাফ নিয়োগ করতে হবে।

চতুর্থত, রেলওয়ে ট্র্যাক, থার্ড রেল সিস্টেম, সিগনালিং এবং ইন্টারলকিংয়ের জরুরি যন্ত্রাংশ যথেষ্ট পরিমানে মজুত রাখতে হবে।

সবমিলিয়ে ১৮টি বিষয়ের উপর নজর দেওয়ার কথা বলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি।

যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অত্যাধুনিকভাবে সাজছে শিয়ালদহ মেট্রো স্টেশন। যেহেতু ওই রুটে যাত্রীসংখ্যা অনেকটা বেশি, তাই যাত্রীচাপের কথা মাথায় রেখেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। ঝাঁ চকচকে এই স্টেশনে থাকছে একাধিক টিকিট কাউন্টার। যাত্রী সুরক্ষায় রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। এখানে তৈরি হয়েছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, যাতে যাত্রীরা মেট্রোর দু’দিকের দরজা দিয়েই ওঠানামা করতে পারেন।

আরও পড়ুন- Khidirpur Dock Acciddent: খিদিরপুর ডকে উল্টে গেল কন্টেনার বোঝাই জাহাজ, বিপুল ক্ষতির শঙ্কা

গোটা কর্মকাণ্ড পরিদর্শনের কারণে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত কলকাতার ইস্ট-ওয়েস্ট (East west Metro) করিডর বন্ধ রাখা হয়েছিল। সেইমতো রেলওয়ে সেফটি কমিশনার মহম্মদ লতিফ খান ইস্ট-ওয়েস্ট (East west Metro) করিডর পরিদর্শনে করেন। তিনি অন্য অফিসারদের নিয়ে ফুলবাগান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন পর্যন্ত টানেলে বায়ু চলাচলের ব্যবস্থা, এএফসি-পিসি গেট, টিকিট কাটার ব্যবস্থা, ক্রস প্যাসেজে, এসক্যালেটর, লিফট, অগ্নি নির্বাপক ব্যবস্থা-সহ সব কিছুই খতিয়ে দেখেন। এরপরেই ছাড়পত্র দেওয়া হয়।

 

 

RELATED ARTICLES

Most Popular