Homeরাজ্যRampurhat Violence: রামপুরহাটের বগটুই গ্রামে সিবিআইয়ের ফরেন্সিক দল

Rampurhat Violence: রামপুরহাটের বগটুই গ্রামে সিবিআইয়ের ফরেন্সিক দল

Follow Us :

বগটুই: রামপুরহাটের বগটুই (Rampurhat Violence) গ্রামে পৌঁছল সিবিআইয়ের (CBI) সেন্ট্রাল ফরেন্সিক টিম। হাইকোর্টের রায় হওয়া মাত্রই বগটুইয়ে হত্যালীলার তদন্তে নমুনা সংগ্রহে গ্রামে পৌঁছে যায় সিবিআইয়ের ফরেন্সিক দল। গ্রামে পৌঁছে ফরেন্সিক বিশেষজ্ঞরা অগ্নিদগ্ধ বাড়িগুলিতে ঢুকে পড়েন। প্রথমেই তাঁরা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত সোনা শেখের বাড়ির ভিতরে ঢুকে যান। সেখানে তাঁরা বর্তমানে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন। এর পর একে একে তাঁরা অন্যান্য বাড়িগুলিতেও যাবেন বলে সূত্রে জানা গিয়েছে।

রামপুরহাট হত্যাকাণ্ডে শুক্রবার সকালে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। টানা দু’দিন সওয়াল পর্ব চলার পর এদিন রামপুরহাটের বগটুইয়ে হত্যালীলার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে একটি প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে আদালতে, এটাও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তার পরেই দেড় ঘণ্টার মধ্যে আগুনে পুড়িয়ে হত্যালীলার ঘটনাস্থলে পৌঁছে যায় এই ফরেন্সিক দল।

সোমবার রাতে বীরভূমের বগটুই মোড়ে খুন হন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু সেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামে তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই চরমে ওঠে রাজনৈতিক চাপানউতোর৷

আরও পড়ুন: Rapurhat Violence: বগটুই হত্যাকাণ্ডে আরও দু’জনকে আটক করল রামপুরহাট থানার পুলিস

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে একসুরে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিরোধীরা৷ ঘটনার নিন্দায় বুধবার মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বগটুইয়ের ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে মন্তব্য করেন৷ পাশাপাশি তদন্তে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ অন্যদিকে ৭ জনের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই ‘বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রে’র অভিযোগে সরব তৃণমূল৷

RELATED ARTICLES

Most Popular