কলকাতা: সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইমতো বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ কলককাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও কোথাও এক পশলা বৃষ্টির খবরও পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলা বাঁকুড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়া হাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। আংশিক মেঘলা আকাশ। সন্ধ্যা বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়া। শুক্রবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: তৃণমূল প্রার্থী পাঠানকে পাশে নিয়ে অধীর গড়ে অভিষেকের গর্জন