লাহোর: লাহোরের শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সেখান থেকেই ছড়িয়ে পড় আগুন। দমকলের ২২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে নামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই হাসপাতালের তিনতলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হয় দমকলকে। দমকল এসে আগুন নেভানোর কাজে নেমে পড়। তিনতলাতেই রয়েছে হাসপাতালের মেডিক্যাল স্টোর রয়েছে। সেখানেই প্রথমে আগুন লাগে।পরে তা ছড়িয়ে পড়ে অন্যত্র। হাসপাতাল সূত্রে খবর, আগুনে ছাই হয়ে যায় মেডিক্যাল স্টোরের সমস্ত ওষুধ। তবে কোনও ওয়ার্ডে ছড়াতে পারেনি। তাই ভর্তি থাকা শিশুরা বেঁচে গিয়েছে। যদিও আগুন লাগার পর অনেক বাচ্চাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় দ্রুততার সঙ্গে। আগুন লাগার কারণে আউটডোর বন্ধ করে দেওয়া হয়। রোগীদের নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি বিভাগে। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা শিশুদের অভিভাবকরা।
আরও পড়ুন : Barasat Lottery: মাত্র ৯০ টাকায় ভাগ্যবদল, রাতারাতি কোটিপতি বারাসতের দর্জি
পঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ শরিফ ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্য দফতরের কাছ থেকে। তিনি অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।