skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশSonia Gandhi: অসুস্থতার কারণে সোনিয়া আরও তিন সপ্তাহ সময় চাইলেন ইডির কাছে

Sonia Gandhi: অসুস্থতার কারণে সোনিয়া আরও তিন সপ্তাহ সময় চাইলেন ইডির কাছে

Follow Us :

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ বুধবার ইডির মুখোমুখি হওয়ার কথা ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর৷ কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ইডি দফতরে হাজিরা দিতে পারেননি৷ তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে মঙ্গলবার সোনিয়া আরও তিন সপ্তাহ সময় চেয়ে নেন৷ ইডির তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, সোনিয়ার আবেদন খতিয়ে দেখছে তারা৷

এবার সোনিয়াকে নতুন করে সমন পাঠাবে ইডি৷ গত ২ জুন কংগ্রেস সভানেত্রীর করোনা ধরা পড়ে৷ বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন৷ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত সোনিয়া কোথাও যেতে পারবেন না৷ চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হতে মোটামুটি ১৪ দিন সময় লাগে৷ সেটা হিসেব করে গতকাল ইডির কাছে তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন সোনিয়া৷ সোনিয়াকে ইডি তলবি নোটিস পাঠানোর পরও দলের তরফে বলা হয়েছিল, করোনা হলেও শরীর ঠিক থাকলে কংগ্রেস নেত্রী অবশ্যই বুধবার ইডি দফতরে হাজিরা দেবেন৷

অন্যদিকে আগামী ১৩ জুন ন্যাশনাল হেরাল্ড মামলাতে ইডির মুখোমুখি হবেন রাহুল৷ কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, ইডির জেরা এড়াবে না গান্ধী পরিবার৷ দলের মুখপাত্র পবন খেরা জানিয়েছিলেন, ‘আমরা আইন মেনে চলা দল৷ নিয়ম মেনে চলি৷ যখন ডাকা হয়েছে তাঁরা অবশ্যই যাবেন৷ কংগ্রেসের কিছু লুকনোর নেই৷’ তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে গান্ধী পরিবারকে ডাকা হয়েছে, সে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি দল৷ রাহুলকে জেরার দিন দলের সব বিধায়ক, সাংসদ, ওয়ার্কিং কমিটি এবং বিভিন্ন পদাধিকারীকে দিল্লিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁরা সবাই রাহুল গান্ধীর সঙ্গে মিছিল করে ইডি অফিসে যাবেন বলে দলীয় সূত্রে খবর৷

RELATED ARTICLES

Most Popular