কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ আরও বাড়ল। আজ, বুধবার বিশেষ আদালত তাঁদের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এছাড়াও বিচারক নির্দেশ দিয়েছেন, জেলে গিয়ে দু’জনকেই জেরা করতে পারবে ইডি। ১৪ সেপ্টেম্বর ফের তাঁদের ভার্চুয়ালি আদালতে তোলা হবে।
এর আগেও আদালত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল৷ বুধবার তাঁদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করে জানান, শারীরিক ভাবে তিনি খুব অসুস্থ। আর বেশি দিন জেলে থাকলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে। জীবনহানীও পর্যন্ত ঘটতে পারে। তাই তাঁকে জামিন দেওয়া উচিত।
যদিও অর্পিতার আইনজীবী এদিন জামিনের কোনও আবেদন করেননি। কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর আবেদনের সত্বেও এদিনও আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ আরও বাড়িয়ে দেয় আদালত।