আসছে ‘আলোর ঠিকানা’। সান বাংলার আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। যেখানে জুটি বাঁধতে চলেছেন দেবাদৃতা বসু ও জন ভট্টাচার্য। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক শুরু হবে। প্রযোজনায় রয়েছে ‘সুরিন্দর ফিল্মস’ এবং পরিচালনায় রাজীব কুমার।সূত্রের খবর, একটি মেয়েকে ঘিরে গল্প বলবে এই ধারাবাহিক। যে বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। নাম তাঁর ‘আলো’। কিন্তু হঠাৎই একদিন তার জীবনে নতুন মোড় আসে।রাতারাতি তার বিয়ে ঠিক হয়ে যায় একটি স্বনামধন্য ব্যবসায়ী পরিবারে। যেখানে ব্যবসা সামলান বাড়ির বউরা আর বাড়ির কাজ করেন ছেলেরা। কিন্তু এই বাড়িতে রয়েছে এক রহস্য। এই বাড়িরই ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয় আলোর। পরিবারের সত্যতা জানতে গিয়ে তাঁর জীবনে ঘটে যায় অঘটন। আলোর জীবনের স্বাধীনতা, নিজের সম্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই গল্প এগোবে এই ধারাবাহিকের।জানা গেছে, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে দেবাদৃতা বসুকে (আলো)। আলোর বিপরীতে অর্থাৎ অভিরাজ চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে জন ভট্টাচার্যকে। অভিরাজের মায়ের চরিত্রে দেখা যাবে দোলন রায়কে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী মুখোপাধ্যায়, মৈত্রেয়ী, কৌশিকী, সাক্ষী ও নীল মুখোপাধ্যায়কে। প্রথম সপ্তাহে ক্যামিও চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে।
Html code here! Replace this with any non empty text and that's it.