Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAmarinder Singh: দল তুলে দিয়ে বিজেপিতে ভিড়লেন অমরিন্দর

Amarinder Singh: দল তুলে দিয়ে বিজেপিতে ভিড়লেন অমরিন্দর

Follow Us :

চণ্ডীগড়: বিজেপিতে (BJP) যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Captain Amrinder Singh)৷ সোমবার কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুজু এবং নরেন্দ্র সিং তোমারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি৷ পঞ্জাবে গত বিধানসভা ভোটের আগে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ অমিত শাহের (Amit Shah) সঙ্গে তাঁর সাক্ষাৎকার সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছিল৷ শেষ পর্যন্ত পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) দল গড়ে বিধানসভা ভোটে লড়াই করেন ক্যাপ্টেন৷ সেই দলকেও এদিন বিজেপির সঙ্গে মিশিয়ে দেন তিনি৷

এদিন পঞ্জাবের হেভিওয়েট রাজনৈতিক নেতাকে দলে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘ক্যাপ্টেন সবসময় দলের আগে দেশকে প্রাধান্য দিয়েছেন৷ বিজেপিও বরাবর দেশকে সবার আগে প্রাধান্য দেয়৷ এই জন্য আজ অমরিন্দর সিং বিজেপিতে এসেছেন৷ ক্যাপ্টেন নিজের দল পঞ্জাব লোক কংগ্রেসকে বিজেপির সঙ্গে মিশিয়ে দিয়েছেন৷ উনাকে এবং তাঁর অনুগামীদের বিজেপিতে স্বাগত৷

সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচারের পর দেশে ফেরেন অমরিন্দন৷ ভারতে ফেরার পর গত দু’সপ্তাহে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন৷ তখনই ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়৷ গত ১২ সেপ্টেম্বর অমিত শাহের সঙ্গে দেখা করার পর অমরিন্দর জানিয়েছিলেন, পঞ্জাবের সার্বিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে৷ তবে লন্ডনে যাওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিজেপিতে যোগদানের ইঙ্গিত পাওয়া গিয়েছিল৷ গত জুলাই মাসে পঞ্জাব বিজেপির প্রবীণ এক নেতা জানিয়েছিলেন, লন্ডন থেকে ফিরে আসার দলসুদ্ধ বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করতে পারেন অমরিন্দর৷

RELATED ARTICLES

Most Popular