Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাDengue: ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, সরকারের সমালোচনা বিজেপি বিধায়ক শঙ্করের

Dengue: ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, সরকারের সমালোচনা বিজেপি বিধায়ক শঙ্করের

Follow Us :

কলকাতা: শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে উপদ্রুত এলাকায় টিম পাঠানোর আর্জি জানান তিনি। পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তোলেন শঙ্কর ঘোষ। পরে বিধানসভার বাইরে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন শিলিগুড়ির বিধায়ক। তিনি বলেন, সারা রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ১১০০-র উপরে। শিলিগুড়িতে আক্রান্ত হয়েছেন ৭০০-র বেশি। পরিস্থিতি উদ্বেগজনক। অথচ বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গি নিয়ে একটি শব্দ খরচ করেননি বলে অভিযোগ করেন শঙ্কর ঘোষ।

রাজ্যজুড়ে ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি পরিস্থিতি। বাড়ছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। কলকাতার বাঁশদ্রোণীতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সুব্রত সরকার নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। তার দু’দিন আগে শিলিগুড়িতে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয় ডেঙ্গিতে। ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্ত জেলা হিসেবে তালিকায় সবার সামনে এগিয়ে রয়েছে কলকাতা। গোটা রাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। এদিকে পুজোর মুখে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধিতে চিন্তিত রাজ্য সরকারও। ডেঙ্গি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর। যদিও এদিন ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার সমালোচনা করেন শঙ্কর ঘোষ। সাংবাদিকদের তিনি বলেন, সরকারের তরফে ডেঙ্গি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি তথ্য পাঠানোর ক্ষেত্রে রাজ্যের গড়িমসি আছে। তিনি স্বাস্থ্য দফতর থেকে উপদ্রুত এলাকা পরিদর্শনে টিম পাঠানোর দাবি তোলেন। যদিও এদিন সদনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, ডেঙ্গি মোকাবিলায় সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শিলিগুড়িতে স্বাস্থ্য দফতরের টিম যাবে।

RELATED ARTICLES

Most Popular