Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাNational Games: আমেদাবাদে জাতীয় গেমসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

National Games: আমেদাবাদে জাতীয় গেমসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Follow Us :

আমেদাবাদে ৩৬তম জাতীয় গেমসের (National Games 2022) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ী নীরজ চোপড়া, জোড়া অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে হাজির আছেন। নীরজ, সিন্ধু ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আছেন অলিম্পিক পদকজয়ী দেশের প্রাক্তন ভারত্তোলক সাইখম মীরাবাই চানু, প্রাক্তন অলিম্পিক শ্যুটার গগন নারাং । 

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধন করতে চলেছেন মোদি। একেবার ভরা স্টেডিয়ামে গেমসের উদ্বোধন হল। ৩৬টি বিভাগে গোটা ভারতের প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তারা গেমসে অংশ নেবেন। আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বরোদা, রাজকোট এবং ভাবনগর -গুজরাটের এই ছয়টি শহরে গেমসের বিভিন্ন বিভাগে খেলা হবে। মোট ৭ হাজার জন ক্রীড়াবিদ অংশ নেবেন। গেমসের শেষ হবে ১০ অক্টোবর।

জাতীয় গেমসের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমদাবাদ শহরে দৃষ্টিনন্দন ড্রোন শো হয়। অলিম্পিকে ভারতের কৃতিত্ব, গুজরাটের মানচিত্র, জাতীয় গেমস ২০২২-এর লোগো এবং স্ট্যাচু অফ ইউনিটি ফুটিয়ে তোলা হয় ওইসব ড্রোনের মাধ্যমে। ফুটবল, হকি, টেনিস, টেবিল টেনিস, অ্যাথলেটিক্সের পাশাপাশি স্কেটবোর্ডিং, গল্ফ, বোলস, নেটবলও থাকছে এবারের জাতীয় গেমসে। কবাডি, খো খো, যোগাসন, উসু, যোগাসনের মত খেলাও থাকছে আমেদাবাদ গেমসে। 

RELATED ARTICLES

Most Popular