Wednesday, July 9, 2025
HomeScrollবন্যায় বিপর্যস্ত শিলাবতী নদী পারাপারের একমাত্র সেতুটি
Chandrakona

বন্যায় বিপর্যস্ত শিলাবতী নদী পারাপারের একমাত্র সেতুটি

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বাগপোতা হাইস্কুলের পড়ুয়ারা

Follow Us :

চন্দ্রকোনা: বেশ কয়েকদিন আগে বন্যায় (Flood) শিলাবতী নদীর (Shilabati River) জলের তোড়ে ভেঙে গিয়েছে বাগপোতা (Bagpota) এলাকায় থাকা কাঠের সেতুটি (Bridge)। সেতুটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (Chandrakona) ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকার। নদীর দুই পাড়ের একাধিক গ্রামের সঙ্গে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি (Bridge) ভেঙে যাওয়ায় নদী পারাপারে চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। একদিকে বাগপোতা, ভবানীপুর অন্যদিকে শ্রীরামপুর, আটঘোড়া, হালদারবেড়,পালংপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছেন।

সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে শিলাবতী নদী তীরবর্তী বাগপোতা হাইস্কুলের পড়ুয়ারা (Bagpota High School)। এই কাঠের সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় নদীর অপরপ্রান্তের গ্রামের পড়ুয়াদের। শ্রীরামপুর,আটঘোড়া,হালদারবেড়,পালংপুর গ্রামের পড়ুয়ারা বাগপোতা হাইস্কুলে যাতায়াত করত। সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ (Connection Lost)। ফলে স্কুলের অধিকাংশ পড়ুয়ার স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগের অভাবে। স্কুলে যেতে হলে অনেক কাঠখড় পুড়িয়ে ঘুরপথে অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে বলে জানাচ্ছেন গ্রামবাসী থেকে স্কুল কর্তৃপক্ষ সকলেই।

বাগপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুকান্ত পাল জানিয়েছেন,”স্কুলে মোট ৩০০ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ১৬০-৭০ জন পড়ুয়ার যাতায়াত এই কাঠের সেতুটি দিয়ে। বন্যায় (Flood) সেতু ভেঙে যাওয়ায় এই সকল পড়ুয়ার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। একমাস পর তাঁদের পরীক্ষা (Examination) রয়েছে। অভিভাবকরা আমায় ফোন করছে। সেতু মেরামত বা যাতায়াতের জন্য অস্থায়ীভাবে যদি কোনও ব্যবস্থা করা হয় সেই জন্য বিডিও সাহেবকে লিখিত আবেদন করা হয়েছে স্কুলের তরফে। স্কুলের এত সংখ্যক পড়ুয়ার স্কুলে আসা বন্ধ থাকলে তাঁরা পিছিয়ে যাবে।”

আরও পড়ুন: দিঘায় রথে তোলা হচ্ছে জগন্নাথকে

স্থানীয়দের দাবি, বর্ষার মরসুমে বন্যায় নদীর জল বাড়লেই ওই কাঠের সেতু ক্ষতিগ্রস্ত হয়। যোগাযোগে সমস্যা  তৈরি হয়। এটা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশাসন স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করুক। কাঠের সেতুর ভাঙা অংশ দিয়ে বেশকিছু গ্রামবাসীকে ঝুঁকি নিয়ে পারাপার করতে দেখা গিয়েছে। পড়ুয়াদের কথা ভেবে প্রশাসন যত দ্রুত সম্ভব ভেঙে যাওয়া ওই কাঠের সেতু মেরামত করে যাতায়াতের বন্দোবস্ত করুক চাইছেন স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া ও গ্রামবাসীরা।

বৃহস্পতিবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ সহ ব্লকের ইঞ্জিনিয়ার আধিকারিকদের নিয়ে বগপোতা গ্রামের ভেঙে যাওয়া কাঠের সেতু পরিদর্শন করেন। এবিষয়ে ভিডিও উৎপল পাইক জানান,”বিষয়টি আমরা জানি। বন্যার জলের তোড়ে সেতুটি ভেঙে গিয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে। গতকালই বুধবার স্কুলের প্রধান শিক্ষকের থেকে একটি পিটিশন পেয়েছি। আমরা আজকেই যাচ্ছি,পরিদর্শন করে এস্টিমেট করে দ্রুত মেরামতের ব্যবস্থা করে দিচ্ছি যাতে পড়ুয়াদের স্কুলে আসতে কোনো সমস্যা না হয়।”এখন দেখার বন্যায় ভেঙে যাওয়া সেতু কবে মেরামত হয়। কবে স্কুল পড়ুয়ারা স্কুলমুখী হতে পারে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bihar | পাটনার রাস্তায় হাত ধরে রাহুল-তেজস্বী-দীপঙ্কর, ভোটমুখী বিহারে? এহ্যস্পর্শে স্ত্রস্ত NDA
00:00
Video thumbnail
Bihar Vote | মদ ফিরবে বিহারে? প্রতিশ্রুতিতে উৎসাহিত বিহারবাসী, দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Rajasthan Incident | ফের ভেঙে পড়ল বিমান, দেখুন কী অবস্থা
00:00
Video thumbnail
Weather Update | বাংলার আকাশজুড়ে গভীর নিম্নচাপ, কবে আবহাওয়ার বদল? জানিয়ে দিল হাওয়া অফিস
00:00
Video thumbnail
Colour Bar | লক্ষ লক্ষ টাকার প্রতা/রণা, মাথায় হাত আলিয়ার
06:43
Video thumbnail
Weather Update | বাংলার আকাশজুড়ে গভীর নিম্নচাপ, কবে আবহাওয়ার বদল? জানিয়ে দিল হাওয়া অফিস
11:42:45
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টাটা মোটরসের চেয়ারম্যান, কী কী নিয়ে আলোচনা?
02:14
Video thumbnail
চতুর্থ স্তম্ভ (Fourth Pillar) | আবার বাঙালি খেদাও? আর কতদিন বাঙালি এটা সহ্য করবে?
12:43
Video thumbnail
Rajasthan Incident | ফের ভেঙে পড়ল বিমান, দেখুন কী অবস্থা
06:14:35
Video thumbnail
Bihar | পাটনার রাস্তায় হাত ধরে রাহুল-তেজস্বী-দীপঙ্কর, ভোটমুখী বিহারে? এহ্যস্পর্শে স্ত্রস্ত NDA
02:55:41

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39