Friday, July 4, 2025
Homeজেলার খবরLabpur College: চটুল গানে নাচ অধ্যাপকের, বিতর্কে ফের লাভপুর কলেজ

Labpur College: চটুল গানে নাচ অধ্যাপকের, বিতর্কে ফের লাভপুর কলেজ

Follow Us :

লাভপুর: আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু লাভপুরের শুম্ভুনাথ কলেজ। চটুল গানে উদ্দাম নাচ ইতিহাস অধ্যাপকের। কলেজের ছাত্রীদের সঙ্গে কোমর দোলালেন অধ্যাপকের। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড়। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

উল্লেখ্য, কয়েকদিন আগেই লাভপুর শম্ভুনাথ কলেজে শেষ হয়েছে সৃজন মেলা উৎসব। যেখানে কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা তাঁদের বিভাগের জিনিসপত্রকে মডেল আকারে উপস্থাপন করেছেন সকলের সামনে। আর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে কলেজে। কার্যত সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেই এই বিতর্ক। 

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই কলেজের পড়ুয়ারা কলেজের ক্যাম্পাসের মধ্যেই চটুল গানের তালে নাচে মজেছে। আর তাঁদেরকে উৎসাহ দিচ্ছে ওই কলেজেরই অধ্যাপক। কিছুক্ষণ পরে তিনিও ছাত্রীদের দলে ভিড়ে গিয়ে শুরু করেন উদ্দাম নাচ। 

আরও পড়ুন: যুব কংগ্রেসের ভোটের ফল প্রকাশ হতে পারে শনিবার

যদিও এই প্রসঙ্গে ওই অধ্যাপক মহাদেব পালের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, আমি আবেগের বসে এ ধরনের ঘটনা ঘটিয়েছি। সংবাদমাধ্যমের সামনে সমাজের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি। এ ধরনের ঘটনা কখনওই কাম্য নয়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39