করোনাকালের পর থেকেই বক্সঅফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী ছবি।তাই বলিউডের অবস্থা থরহরিকম্প।পুষ্পা,ট্রিপল আর থেকে কেজিএফ কিংবা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি কান্তারা।দক্ষিণী ছবি ভাল ফল করেছে বক্সঅফিসে।সেই তুলনায় সুপারহিট বলিউড ছবির সংখ্যা হাতে গোনা।ভুল ভুলাইয়া ২ কিংবা ব্রহ্মাস্ত্র ছাড়া প্রায় সব হিন্দি ছবিই নাম লিখিয়েছে ফ্লপের তালিকায়।কিভাবে স্বমহিমায় ফিরে আসতে পারে বলিউড তার কড়া দাওয়াই দিলেন অক্ষয় কুমার।সদ্যই একটি অনুষ্ঠানে বলিপাড়ার খিলাড়ি জানিয়েছেন,বলিউডে নতুন করে ভাবার দিন চলে এসেছে।সবকিছু আবার নতুন ভাবে শুরু করতে হবে।বিগবাজেট ছবির জন্য টিকিটের দাম বাড়ে।যে কারণে বহু সাধারণ মানুষ বড়পর্দায় ছবি দেখার সুযোগ পান না।তাই খিলাড়ি কুমারের উপদেশ,বলিউডে কম বাজেটে ভাল ছবি তৈরি করতে হবে।তবেই অল্প পয়সায় ছবি দেখিয়ে লাভবান হবেন প্রযোজকরা।অক্ষয়ের মতে,অন্তত ৩০ থেকে ৪০শতাংশ টিকিটের দাম কমাতে হবে।তেমনটা হলেই হলে ছবি দেখতে ভিড় জমাবে সাধারণ সিনেপ্রেমীর দল।
আরও পড়ুন – Khela Jawkhon Trailer : থ্রিলারের নতুন খেলা
প্রসঙ্গত,গতবছরের দিওয়ালি রিলিজ সূর্যবংশী-র পর থেকে বক্সঅফিসে ফ্লপ হয়েছে অক্ষয় কুমারের একের পর এক ছবি।সেই তালিকায় যেমন রয়েছে বচ্চন পাণ্ডে-র মতো কমেডি-এন্টারটেইনার ফিল্ম।তেমনই রয়েছে সম্রাট পৃথ্বীরাজ-র মতো ঐতিহাসিক ছবি।ওটিটি রিলিজ কাটপুতলিও তেমন ছাপ ফেলতে পারেনি।ব্যর্থ হয়েছে রাম সেতু-ও।অবশ্য সেই কারণে মোটেও চিন্তিত নন অক্ষয়।বরং কি করে এই চরম দুর্দিন থেকে কি ভাবে মুক্তি পাওয়া যায় সেই নিয়েই পরিকল্পনা করছেন খিলাড়ি।
আরও পড়ুন – SS Rajamouli Confirm ‘RRR 2’ : এবার ‘ট্রিপল আর’-এর সিক্যুয়েল