আসানসোল: স্কুলের নাচের (dance) অনুশীলনের সময় চাঙর ধসে পড়ায় ঘটল বিপত্তি। আসানসোলের (Asansol) রানিগঞ্জের আই হাসপাতাল (eye hospital) লাগোয়া এলাকায় ইংরেজি মাধ্যম (english medium) স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুশীলন পর্ব চলার সময়ে হঠাৎই স্কুলের ছাদের চাঙর ধসে পড়ে। এই ঘটনায় আহত তিনজন সপ্তম শ্রেণির ছাত্রী। এখবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সূত্রের খবর, ওই স্কুলের অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ এই ঘটনার উতলা হয়ে পড়ে। এই ঘটনার (incident) খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: AAP’s Delhi Mayor: দিল্লির মেয়র শেলি ওবেরয়, ডেপুটি বিধায়ক-পুত্র
পুলি্শ (police) জানিয়েছে, পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল। সিলিংয়ের প্লাস্টার ছেড়ে যাওয়ার কারণেই কম্পনের ফলে ঘটে এই বিপত্তি। এই ঘটনায় তিন আহত ছাত্রীকে হাসপাতলে ভর্তি করা হয়।
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে শ্রেয়সী পালের বাবা (father) পার্থ পাল জানান, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। মেয়েকে রানিগঞ্জের লায়ন্স আই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যান করলেই জানা যাবে চোট কতটা গুরুতর। আরেক ছাত্রী (student) স্নেহা সিংয়ের মাও এই ঘটনার জন্যে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এদিকে স্কুলের (school) অধ্যক্ষ জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক।