জোশীমঠ: ভূমিধসে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ (Joshimath, Uttarakhand)। প্রশাসন (Administration) এই অঞ্চলে যে কোনও রকম নির্মাণ কাজ (Construction Works) বন্ধ রাখতে বলেছে। কিন্তু সংলগ্ন এলাকাগুলিতে এখনও সচেতনতার অভাব (Lack of Awareness)। পাহাড় কেটে চলছে সুড়ঙ্গ (Tunnel) তৈরির কাজ। রুদ্রপ্রয়াগে (Rudraprayag) তেমনটাই চোখে পড়ল আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমার। কলকাতা টিভির (Kolkata TV) সঙ্গে ভিডিয়োতে দেখে নিন সেই খবর।
প্রকৃতির ইঙ্গিত এবং মানুষের দাবিকে সরকার প্রথম থেকে মান্যতা দিলে, এমন বিপদ দেখতে হত না জোশীমঠকে। এই কথা বলেছেন কংগ্রেস নেতা প্রদীপ তামতা (Congress Leader Pradeep Tamta)। তিনি আর কী কী বললেন, দেখে নিন ভিডিয়োতে।
লাগামছাড়া উন্নয়নের জেরেই পাহাড়চূড়ায় ফাটল আতঙ্ক। ফাটলের ফলে তলিয়ে যেতে বসেছে এই জনপদ। দেবভূমতি চলছে ধ্বংসযজ্ঞ।