Homeত্রিপুরা নির্বাচন ২০২৩Tripura Assembly Election 2023 – Mamata Banerjee : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপুরায়...

Tripura Assembly Election 2023 – Mamata Banerjee : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপুরায় ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা:  ত্রিপুরায় বিধানসভা ভোটের (Tripura Assembly Election 2023) প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত তৃণমূল (TMC)। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন। তার আগে কী হতে চলেছে তৃণমূলের স্ট্র্যাটেজি? কোন পথে, কোন কোন ইস্যুতে প্রচার? কার সঙ্গেই বা জোট? প্রার্থীই বা কাদের করা হবে? এ সমস্ত বিষয় নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করতে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছিল ত্রিপুরা তৃণমূল (Tripura TMC)। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev) প্রমুখ। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরাতে প্রচারে যাচ্ছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। সব ঠিকঠাক থাকলে আগামী ৬-৭ তারিখে ত্রিপুরা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

ইতিমধ্যে শুক্রবার কলকাতায় ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘ফেব্রুয়ারি মাসে সময় করে ত্রিপুরায় প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ সেই বৈঠকের একদিন পরেই তৃণমূল সূত্র থেকে মুখ্যমন্ত্রীর ত্রিপুরা সফরসূচি প্রসঙ্গে জানিয়ে দেওয়া হল।

আরও পড়ুন: Economic Recession in China: বিশ্বের সামনে ভারত কি পারবে চীনের পরিবর্ত হয়ে উঠতে? 

প্রসঙ্গত, ২০১৮ সালের তৃণমূল ত্রিপুরার ভোটে লড়াই করলেও প্রচারে যাননি মমতা। কিন্তু এ বার তৃণমূলের তরফে পরিস্থিতি অনেক অনুকূল বলেই মনে করা হচ্ছে। তাই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে ভাল ফলের আশায় প্রচারে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে ত্রিপুরায় খাতায়-কলমে জোট ঘোষণা না করলেও রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছে বাম-কংগ্রেস। দু’পক্ষ ইতিমধ্যেই যৌথ মিছিল করার কথাও ঘোষণা করে দিয়েছে। তাহলে, সেক্ষেত্রে, কী স্ট্র্যাটেজি হতে চলেছে তৃণমূলের? সেদিকেই তাকিয়েই রাজনৈতিক মহল।

 

RELATED ARTICLES

Most Popular