Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যউদ্ধবের কার্যকালের মেয়াদ শেষ সোমবার, এরপর কী হবে?  

উদ্ধবের কার্যকালের মেয়াদ শেষ সোমবার, এরপর কী হবে?  

Follow Us :

মুম্বইঃ উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (Shiv Sena) দলের সাংগাঠনিক নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত নীরব নির্বাচন কমিশন ( Elecation Commission) । পাশাপাশি উদ্ধব দলীয় সভাপতির কাজ চালিয়ে  যেতে পারবেন কি না, তা নিয়েও কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। এই পরিস্থিতে প্রশ্নের মুখে পড়েছে উদ্ধবের সভাপতিত্তের মেয়াদ । আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর সভাপতি পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২৩ জানুয়ারি সোমবার ( monday)। প্রশ্ন উঠেছে, এরপর কী   হবে।  
এদিকে শিবসেনার  দুই গোষ্ঠীর ( উদ্ধব ঠাকরে এবং একনাথ  সিন্ডে) দলের নাম এবং প্রতীক নিয়ে বিবাদ সংক্রান্ত  শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে। আগামী ৩০ জানুয়ারি (January) নির্বাচন কমিশনে ফের বিষয়টি ওঠার কথা।  
ফেব্রুয়ারি (Feburary) মাসের মধ্যেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে  সূত্রে খবর। এর আগেই  উদ্ধব গোষ্ঠী কমিশনকে চিঠি দিয়েছিল, যাতে সভাপতি হিসেবে উদ্ধবের মেয়াদ শেষের আগেই দলের সাংগঠনিক  নির্বাচন করতে দেওয়া হয়। কিন্তু কমিশন শনিবার পর্যন্ত সে চিঠির জবাব দেয়নি। 

আরও পড়ুন: Tripura Vote: ত্রিপুরার ভোটে এক মিছিলে  কংগ্রেস ও সিপিএম জমানার দুই মুখ্যমন্ত্রী 

এই জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে উদ্ধব গোষ্ঠীর নেতা অনিল পরব দাবি করেন, ঠাকরেই সভাপতির কাজ চালিয়ে যাবেন। কারণ কমিশনেরে এ ব্যাপারে কোনও নির্দিষ্ট নির্দেশিকা নেই। অনিল বলেন, সভাপতি উদ্ধবই আছেন, তিনিই থাকবেন। এ ব্যাপারে দলের কর্মীদের কারও কাছে কোনও অনুমতি নেওয়ার দরকার নেই। আমরা আইনি জটিলতা এড়াতে  কমিশনের অনুমতি চাই ।
কমিশনে শুক্রবারের শুনানিতে উদ্ধব গোষ্ঠীর আইনজীবী জানান, দল মানে শুধু এমএলএ, এমপি নয়। দল মানে সংগঠন, তার জাতীয় কর্মসমিতি। তা স্মরণ করিয়ে দিয়ে অনিল বলেন, সে ক্ষেত্রে আমাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে । অনিলের আরও যুক্তি, দল এখানে ভেঙে যাইনি, শুধু অনেক বিধায়ক দল বদল করেছেন। দলীয় সংগঠন ঠাকরের সঙ্গেই আছে। 
শিবসেনার এই নেতা আরও জানান, ২০১৮ সালে জাতীয় কর্মসমিতির  বৈঠকে  কেউ   ঠাকরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেননি । সিন্ডের লোকজন দল ছাড়ার পর নানা প্রশ্ন তোলা হচ্ছে। শিবসেনার গঠনতন্ত্রে মুখ্য নেতার কোনও সংস্থান নেই। কাজেই সিন্ডের ওই পদে নির্বাচনই অবৈধ। দল যেহেতু ভাগ হয়নি এবং তীর ধনুক প্রতীক আমাদের কাছেই আছে, তাই আমরাই আসল শিবসেনা ( Shiv Sena)। 
শিবসেনা বিধায়ক এবং উদ্ধবের ছেলে আদিত্য  ঠাকরের অভিযোগ, নির্বাচন কমিশন (Elecation Commission)  অযথা  সিদ্ধান্ত  নিতে দেরি করছে। তিনি বলেন কমিশনের সিধান্ত আমাদের পক্ষেই যাবে, কারণ সত্য আমাদের পক্ষে। তাঁর প্রশ্ন, আর কত দিন একটি অসাংবিধানিক সরকার চলবে মহারাষ্ট্রে ।
সিন্ডে গোষ্ঠীর আইনজীবী  নীহার ঠাকরে দিল্লিতে বলেন, আমরা আগেয় কমিশনকে বলেছি, প্রকৃত শিবসেনা (Shiv Sena) আমরাই। আমাদের সঙ্গে সংখ্যা গরিষ্ঠ বিধায়কই আমাদের সঙ্গে রয়েছে। তাঁরও পাল্টা দাবি, কমিশনের রায় তাঁদের পক্ষেই যাবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
KOLKATA TV LIVE STREAM
00:00
Video thumbnail
CV Ananda Bose | শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, ৩ কর্মীর বিরুদ্ধেই মামলা রুজু পুলিশের
02:59
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে ঝাঁটা নিয়ে কটাক্ষ তৃণমূলের
03:50
Video thumbnail
North Dinajpur News | উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বাস দুর্ঘটনা, অন্তত ২ জনের মৃত্যুর আশঙ্কা, আহত ২০
03:13
Video thumbnail
Mamata Banerjee | আরামবাগে মিতালি বাগের সমর্থনে সভা মুখ্যমন্ত্রীর
04:08
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | নেই পানীয় জলের ঘাটতি, চাপা কলের ওপরই নির্ভরশীল গোবরডাঙাবাসী
02:15
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | নেই ডাম্পিং গ্রাউন্ড, প্রধান সড়কে আবর্জনার স্তুপ
02:14
Video thumbnail
Jharkhand News |তীব্র গরমে খাবার ও জলের সন্ধানে গ্রামে প্রবেশ দাঁতালের, ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা
01:25
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
14:01
Video thumbnail
KOLKATA TV LIVE STREAM
02:46:01