আলিপুরদুয়ার: শনিবার সকাল থেকেই ডুয়ার্সের (Dooars) আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় মেঘলা আকাশ। চারিদিক অন্ধকার। সকাল নয়টা পর ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Alipurduar IN Thunderstorm) শুরু হয়। বাজ্রপাতে (Lightning) জখম হল ১৫ জন। কিছু দিন যাবৎ ধরে ডুয়ার্সে তীব্র দাবদাহ। অতিরিক্ত গরমে নাজেহাল সবাই। শনিবার সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় কিছুটা হলে ও স্বস্তি পেয়েছে ডুয়ার্সবাসী। এদিন হ্যামিল্টণগঞ্জ, হাসিমারা, দলসিংপাড়া, কালচিনি সহ সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হয়।
আরও পড়ুন: বন্ধ মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা রাস্তার কাজ
আচমকচাই বৃষ্টির শুরু হয়। সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টির সময় চুয়াপাড়া চা বাগানে (Chuapara Tea Garden) পাতা তুলছিল শ্রমিকরা তড়িঘড়ি নিরাপদ আশ্রয় যেতে পারেননি তারা। বজ্রপাতে আহত হন ১৫জন চা শ্রমিক। এর মধ্যে নয় জন মহিলা শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৯ জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের চা বাগানর থেকে লতাবাড়ি হাসপাতালে ( Latabari Hospital) নিয়ে আসা হয় এবং ওই নয়জন মহিলা শ্রমিকের মধ্যে দুজন মহিলা শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য খবর দেখুন