skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeবিনোদনVirat Anushka Vamika Rishikesh: কাঁধে মেয়েকে নিয়ে ঋষিকেশের পাহাড়ে বিরাট কী করছেন!...

Virat Anushka Vamika Rishikesh: কাঁধে মেয়েকে নিয়ে ঋষিকেশের পাহাড়ে বিরাট কী করছেন! অনুষ্কা কোথায়!

Follow Us :

কাঁধে ক্রিকেটের ব্যাট নয়, মেয়ে ভামিকাকে নিয়ে ট্রেকিং করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী-স্ত্রী অনুষ্কা শর্মা।ঋষিকেশে বেড়াতে গিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেখানেই ট্রেক করছেন তাঁরা। অনুষ্কার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শীতের পোশাক পরে কোহলি পরিবার। শুধু ট্রেকিং এর ছবি পোস্ট করেননি বলিউড অভিনেত্রী। রয়েছে পাহাড়ের, পাহাড়ি বাড়ি,পশুপাখি এবং ফুলের নানান ছবি। বাবার কাঁধে একটি বেবি ক্যারিয়ারে ট্রেকিং করছেন একরত্তি ভামিকা। বুধবার সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের সেই মনোরম ছবি শেয়ার করেছেন অনুষ্কা।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পাহাড়ে রয়েছে একটি পাহাড় আর কেউই উপরে নেই।’ অনুষ্কার এই পোস্ট দেখে বিরাট হার্ট ইমোজি দিয়েছেন। পাথরের কাজে দাঁড়িয়ে বিরাট ভূমিকার ছবিও পোস্ট করা হয়েছে। কোন ছবিতেই অবশ্য ভামিকার মুখ দেখা যাচ্ছে না।
এক নেটিজেন লিখেছেন, ‘তোমরা দারুণ। আসল ভারত দেখাচ্ছ আমাদের’। যা দেখে অভিনেত্রী হার্ট ইমোজি দিয়েছেন পোস্টে। এই তারকা পরিবারের প্রকৃতি প্রেম দেখে যথেষ্ট বাহবা দিয়েছেন অনেকে। সামনে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডদের মোকাবিলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু এসব থেকে অনেকটাই দূরে শান্ত পরিবেশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রাক্তন অধিনায়ক।
 ঋষিকেশ ঘুরে বেড়াচ্ছেন বিরাট- অনুষ্কা। সঙ্গে ভূমিকা। প্রসঙ্গত, এর আগে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারা। এখন দেখার ২২ গজের নেমে আবার কেমন ঝড় তোলেন বিরাট!

RELATED ARTICLES

Most Popular