skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeবিনোদনProject K : দুই পর্বে ‘প্রজেক্ট কে’

Project K : দুই পর্বে ‘প্রজেক্ট কে’

Follow Us :

মুম্বই : ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে সুপারস্টার প্রভাস(Prabhas) অভিনীত ছবি প্রজেক্ট কে(Project K)।নাগ অশ্বিন(Nag Ashwin) পরিচালিত এই ছবিতে প্রভাসের(Prabhas) সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন(Deepika Padukone)।গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে(Amitabh Bachchan)। ছবিতে রয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানিও(Disha Patani)।ইতিমধ্যেই এই অ্যাকশন এন্টারটেইনার ফিল্মের সিংহভাগ শ্যুটিং সেরে ফেলেছেন পরিচালক নাগ অশ্বিন(Nag Ashwin)।সদ্যই প্রজেক্ট কে নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।মেগাবাজেট এই ফিল্মকে অনেকখানি লার্জার দ্যান লাইফ করতে চান নির্মাতারা।যে কারণে একটি ছবিতে শেষ হচ্ছে না প্রজেক্ট কে-র কাহিনি।ছবিকে দুটি পর্বে ভাগ করতে চান পরিচালক নাগ অশ্বিন।রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই ম্যাগনাম ওপাস ফিল্মের প্রথম পর্বে থাকবে টানটান সাসপেন্স। দ্বিতীয় পর্বের শেষেই মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান।

এর আগে বাহুবলী সিরিজের দুটি ছবিতেও এমনটাই হয়েছিল।আগামী বছর এপ্রিলে প্রজেক্ট কে-র মুক্তি পাওয়ার কথা।হিন্দি ও তেলুগু ভাষায় প্রভাস-দীপিকার ছবি দেখবেন দর্শক।

RELATED ARTICLES

Most Popular