পুরুলিয়া: পুরুলিয়ার (Purulia) পুলিশ দফতরের গোয়েন্দা বিভাগের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেল আগুনে।রহস্যজনকভাবে গোয়েন্দা বিভাগের দফতরে আগুন লাগায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ কর্তাদের তরফে কিছু জানানো হয়নি। যদিও নিচুতলার পুলিশ (Police) কর্মীদের মতে, ওখানে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি থাকার কথা। তবে প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ পুড়ে ছারখার হয়ে গেল পুরুলিয়া পুলিশ দফতরের গোয়েন্দা বিভাগের অফিস। জানা গিয়েছে, শহরের ভগৎসিং মোড় এলাকায় অবস্থিত ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (District Intelligence Branch) অফিসে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং দলকল। খবর পেয়েই সেখানে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ।
আরও পড়ুন: TMC Twitter Account Hacked: তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে হ্যাকার-হানা, বদলে গেল নাম ও ছবি
পুলিশ সূত্রের খবর, এদিন প্রায় আধঘণ্টা পর ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দফতরের আধিকারিকের চেম্বারেও আগুন লাগার ফলে প্রায় সব কিছুই ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। অফিসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল-নথিপত্র পুড়ে গিয়েছে। পুলিশ অফিসে কী করে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সাতসকালে শহরবাসী ঘুম তখনও ভালোভাবে ভাঙেনি। পথচলতি দু-একজন অফিস থেকে ধোঁয়া বেরতে দেখেন। চিৎকার-চেঁচামেচি করে লোক জড়ো হওয়ার আগেই আগুন দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। যদিও স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্ঠা করেন। মুহূর্তে শান্ত সকালের চেহারাটা বদলে যায়।
গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আগুন লাগার ঘটনাকে নিয়ে জলঘোলা করতে নেমে পড়েছে বিরোধীরা। তাদের সন্দেহ এর পিছনে অন্তর্ঘাত থাকতে পারে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করতেই এই কাজ ঘটানো হয়ে থাকতে পারে। বিশেষত সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এধরনের ‘দুর্ঘটনা’ ঘটানো অস্বাভাবিক নয় বলে সন্দেহ বিরোধীদের। যদিও পুলিশকর্তারা সাবোতাজ তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এর পিছনে অন্য কোনও কারণ নেই। কিন্তু কী করে শর্ট সার্কিট হল তা খতিয়ে দেখা হবে।