বারাসত: অন্তঃসত্ত্বা অবস্থায় গুরুতর শ্বাসকষ্ট নিয়ে এক মহিলা ১ মার্চ বারাসত মেডিক্যাল কলেজে (Barasat Medical College) ভর্তি হন। তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। চিকিৎসকরা (Doctors) ওই অবস্থায় ইউএসজি (USG) করার পর সিদ্ধান্ত নেন, মহিলার গর্ভস্থ বাচ্চাটিকে (Child) দ্রুত বার করতে হবে, না হলে দু’জনেরই প্রাণ সংশয় হতে পারে। ওই দিনই পরিবারের সম্মতি নিয়ে রীতা সাহার সিজার করেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে (Ventilation) থাকা কোনও রোগীকে অজ্ঞান করে সিজার করার ঘটনা পশ্চিমবঙ্গে আগে কখনও ঘটেনি বলে দাবি বারাসত মেডিক্যাল কলেজের।
আরও পড়ুন: Akshay Kumar-Dinesh Vijan : অক্ষয় এবার এয়ার ফোর্স অফিসার
হাসপাতাল সূত্রে খবর, অন্তঃসত্ত্বা (Pregnant) মহিলাকে অজ্ঞান করে সিজার করে শিশুটির জন্ম দেওয়া হয়। শিশুটির ওজন ১৬০০ গ্রাম। মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ। বুধবার ওদের বারাসত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বারাসত মেডিক্যাল কলেজের সুপার সুব্রত মণ্ডল বলেন, এটি একটি বিরল ঘটনা। এর আগে কখনও এরকম ঘটেনি। রীতার পরিবার তাঁকে এই হাসপাতাল থেকে ট্রান্সফার নিয়ে আরজি কর হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। তবে তাতে বিপদ আরও বাড়তে পারত। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই উদ্যোগ নিয়ে অন্তঃসত্ত্বা মহিলার সিজার করান।