skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeআন্তর্জাতিকCyclone Hits Malawi | সাইক্লোনের দাপটে তছনছ দক্ষিণ আফ্রিকার মালওয়ি

Cyclone Hits Malawi | সাইক্লোনের দাপটে তছনছ দক্ষিণ আফ্রিকার মালওয়ি

Follow Us :

মালওয়ি: জোরালো সাইক্লোন হল দক্ষিণ আফ্রিকার মালাওয়িতে। সাইক্লোন ফ্রেডির (Cyclone Freddy)  দাপটে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লক্ষ মানুষ। দক্ষিণ (Southern Africa) মালাওয়িতে (Malawi) ব্যাপক প্রভাব পড়েছে এই ঝড়ের। এই সপ্তাহে আছড়ে পড়েছিল ওই সাইক্লোন। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়াী ঝড়ের দাপটে ৪৬০ জনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের দাপটে ৬ দিনে কার্যত ছয় মাসের বৃষ্টি হয়েছে। যার জেরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ক্ষেতের ফসল ভেসে গিয়েছে বন্যার জলে। রাষ্ট্রপুঞ্জের মানব কল্যাণ বিষয়ক শাখার রিপোর্টে বলা হয়েছে, পাঁচ লক্ষ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লক্ষ ৮৩ হাজার ১০০ মানুষকে অন্যত্র সরানো হয়েছে। সব মিলিয়ে মালাওয়িতে ২ কোটি মানুষের বসবাস। তাঁদের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 দেশের রাষ্ট্রপতি ল্যাজারাস চাকবেরা ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন। বর্ষার শেষে এমন সময় ওই সাইক্লোন আছড়ে পড়েছে যে সময় নদীগুলি এমনিতে প্লাবিত ছিল। ফলে ক্ষতির পরিমাণ বেড়েছে। ইউএন ওয়ার্লড ফুড প্রোগ্রামের (UN World Food Programme) পক্ষ থেকে পাল টার্নবুল বলেন, এই দেশের এখন বড় আকারে সহায়তা প্রয়োজন। অনেক জায়গায় এখন পৌঁছনোই যাচ্ছে না। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তার জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। তিনি একটি বিবৃতিতে বলেছেন, এই করুণ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লক্ষ ৩০ হাজার মানুষ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার মানুষকে সরানো হয়েছিল। ৩০০টির বেশি জরুরি ভিত্তিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পুলিশ ও আর্মি তল্লাশি চালাচ্ছে। আর কারও মৃত্যু হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এমন সময় ঝড় আছড়ে পড়ে সেসময় কলেরা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মালওয়ি। এই ঘটনার পর কলেরা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়বে কি না তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের নিয়ে সতর্কতা দেখা দিয়েছে। ইউনিসেফের পক্ষ থেকে ফুঙমা ফদং এই তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন: Tik Tok Ban | ভারতের পর এবার অন্যান্য দেশগুলিতে চীনের টিকটক অ্যাপ নিয়ে কড়া সতর্কতা 

মার্ভিস সোকো নামে ফালোম্বের বাসিন্দা চার সন্তানের এক মা জানিয়েছেন, তাঁদের পরিবারকে এই ঝড় দরিদ্রে পরিণত করেছে। তিনি বলেন, আমাদের আর কিছু নেই। সব ফসল ধুয়ে গিয়েছে। কিভাবে আমরা সারা বছর সংসার চালাব তা ভেবে পাচ্ছি না। আমাদের ঘর নেই, খাবার নেই। এই সাইক্লোন প্রথম আঘাত হেনেছিল ফেব্রুয়ারি মাসে। মাদাগাস্কর, মোজাম্বিকে আঘাত হেনেছিল। 
.

 

 

RELATED ARTICLES

Most Popular