কলকাতা: ইডেনে (Eden) আইপিএল ম্যাচ(IPL Match) দেখতে এসে গ্রেফতার জামতারা গ্যাংয়ের(Jamtara Gang) সদস্যরা। গ্রেফতার করল লালবাজারের(Lalbazar) গোয়েন্দা বিভাগ(Detective Department)। পুলিশ সূত্রে খবর, পুলিশের ওয়ান্টেড লিস্টে আগে থেকেই ছিল এই গ্যাং-এর ১১ জন সদস্যের নাম। তার মধ্যে পাঁচজন আগেও কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে গ্রেফতার হয়েছিল। বিদ্যুৎ সংক্রান্ত দুর্নীতি, ব্যাংকের কেওয়াইসি আপডেট করে দেওয়ার নামে দুর্নীতি সহ একাধিক অপরাধের ঘটনায় এদের নাম জড়িত। বৃহস্পতিবার জামতারা থেকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে আসে ১১ জন। বেশি টাকায় টিকিট কিনে খেলা দেখে তারা। এরপর লেলিন সরণির হোটেলে যাওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হলঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা মোহাম্মদ কলিম আশরাফ, ঝাড়খণ্ডের করমাটনের বাসিন্দা জয়নুল আবেদিন। সেখানকার বাসিন্দা মহম্মদ কবির আনসারী, শাহাবুদ্দিন আনসারী, হাবিল আনসারী, মহম্মদ ফিরোজ আনসারী।
উল্লেখ্য, জামতারা গ্যাংয়ের সদস্যদের নাম পুলিশের খাতায় অনেকদিন ধরেই রয়েছে। সেখান থেকে তারা সারা ভারতে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার ঘটনায় জড়িত। বারবার জামতারা গ্যাং এর সদস্যরা গ্রেফতার হয়েছে। কিন্তু অনেক সময় দেখা গিয়েছে তারা সেই অপরাধের ঘটনায় ফের জড়িত হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা চলছে। তারা এখানে শুধু ক্রিকেট খেলা দেখতে এসেছে, নাকি অন্য কোনও অসৎ উদ্দেশ্য ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।