কলকাতা: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং দলের যুবনেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে সমন জারি করল আদালত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ ওই তিন জনের বিরুদ্ধে প্রথমে আইনি নোটিস এনেছিলেন। তাতে তাঁদের ক্ষমা চাইতে বলে হয়েছিল। কিন্তু তাঁরা ক্ষমা না চাওয়ায় মামলা করা হয়। সেই মামলাতেই শনিবার আদালত তিন জনের বিরুদ্ধে সমন জারি করল। আগামী ১৩ জুন তাঁদের আদালতে হাজিরা দিতে হবে।
এ প্রসঙ্গে কুণাল বলেন, আমার আইনজীবী প্রথমে আইনি নোটিস দিয়েছিলেন ওই সিপিএম নেতাদের। কিন্তু তাঁরা উত্তর দেননি। এবার ক্ষমতা থাকলে আদালতের সমনটিকেও উপেক্ষা করে দেখান।
আরও পড়ুন: Rahul Gandhi | রাহুলের মানহানি মামলায় হলফনামা চাইল গুজরাত হাইকোর্ট
উল্লেখ্য, শতরূপ ঘোষের গাড়ি-কাণ্ড ঘিরেই কুণালের এই মামলা। নিয়োগ দুর্নীতি নিয়ে চাপানউতোরের মধ্যেই মাসখানেক আগে কুনাল সিপিএমের যুব নেতা শতরূপের ২২ লক্ষ টাকা দামের গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, যাঁরা সর্বহারারদের জন্য সবসময় কান্নাকাটি করেন, তাঁরা ২২ লক্ষ টাকা দামের গাড়ি চড়েন কোন লজ্জায় ! কুণালের ওই বক্তব্য সম্পর্কে শতরূপ জানান, ওই গাড়ি তাঁর বাবা দিয়েছেন। এ সংক্রান্ত সমস্ত কাগজপত্রও তিনি দেখিয়ে বলেন এর মধ্যে কোনও দুর্নীতি বা কেলেঙ্কারি নেই। একজন বাবা তাঁর ছেলেকে গাড়ি দিতেই পারেন। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে বসে শতরূপ তাঁর গাড়ির সাফাই দেন। সেদিন সাংবাদিক বৈঠকে কুণালের প্রয়াত পিতৃদেব সম্পর্কেও শতরূপ কিছু কূরুচিকর মন্তব্য করেন।
এর পরেই কুণাল পাল্টা তোপ দাগেন শতরূপকে। তিনিও সিপিএমের ওই যুবনেতা বিরুদ্ধে কিছু আপত্তিকর কথা বলেন। একেই সঙ্গে তিনি শতরূপ, মহম্মদ সেলিম, এবং বিমান বসুকে আইনি নোটিস পাঠান। কুণালের যুক্তি ছিল, দলের রাজ্য দফতরে বসে শতরূপ যখন তাঁর বাবা সম্পর্কে এই সব কথা বলেছেন, তখন ধরেই নিতে হয় বিমান বসু এবং মহম্মদ সেলিমেরও শতরূপের বক্তব্যের প্রতি সমর্থন রয়েছে। এই কারণে তিনি ওই দু’জনকে নোটিস দেন। ওই নোটিস পাওয়ার পরেই শতরূপ কুনালের প্রয়াত পিতৃদেব সম্পর্কে কুরুচিকর কথা বলার জন্য দুঃখপ্রকাশ করেন সাংবাদিক বৈঠক ডেকেই। তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি।