skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্যJoint Entrance Exam | রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Joint Entrance Exam | রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Follow Us :

কলকাতা: রবিবার ইঞ্জিনিয়ারিংয়ের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Exam)। বোর্ডের তরফে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারের পরীক্ষায়। প্রত্যেক সেন্টারের সেন্টার ইনচার্জের (Center in Charge) হাতে দেওয়া হচ্ছে হ্যান্ড মেটাল ডিটেক্টর। যাতে কোনও Palestinian মোবাইল বা কোনও ইলেকট্রনিক্স গেজেট (Electronics Gadgets) নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে না পারে।

পরীক্ষার্থীর সংখ্যা গতবারের থেকে ২৪ হাজার থেকে বেড়ে হল মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। রাজ্য ও ভিনরাজ্য মিলে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩০৬টি। ত্রিপুরার আগরতলা এবং অসমের শিলচরে সেন্টার করা হয়েছে। দুটি ভাগে পরীক্ষা গ্রহণ কর হবে। প্রথম পর্বে ১১টা থেকে ১টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা ২ থেকে ৪টা পর্যন্ত।

এবছর বাইরের রাজ্য থেকেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবাংলা ছাড়াও ত্রিপুরা ও অসম এর পরীক্ষার্থীও রয়েছে।
মোট ৩০৬টি সেন্টারে এই তিনটি রাজ্য মিলে পরীক্ষা গ্রহণ করা হবে। বাইরের রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসছেন তাদের  জন্য চালু করা হচ্ছে বিশেষ ট্রেনও। বিশেষ ব্যবস্থা থাকছে শিয়ালদহ রেলের শাখাতেও।

আরও পড়ুন: UN | Mann Ki Baat | রাষ্ট্রসঙ্ঘে সরাসরি সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী মোদির ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব 

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় রবিবার জয়েন্ট পরীক্ষার জন্য বিশেষ এক্সপ্রেস ট্রেন চালানো হবে। জানানো হয়েছে, পাটনা এবং হাওড়ার মধ্যে বিশেষ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হবে। ট্রেনটি শনিবার দুপুর দুটো নাগাদ পাটনা ছেড়ে ওইদিনই রাত এগারোটা পঁয়তাল্লিশে হাওড়া পৌঁছাবে রাত এগারোটায়।

পাটনার উদ্দেশ্যে একটি পরীক্ষা স্পেশাল ট্রেন চলবে। পৌঁছাবে রবিবার সকাল দশটা নাগাদ। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, ঝাঁঝা, বক্তিয়ারপুর, মধুপুর, আসানসোল, দুর্গাপুর ইত্যাদি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। তাছাড়া রাজ্যে শিয়ালদা শাখায় সেদিন সমস্ত লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। রবিবার শিয়ালদা শাখায় যে লোকাল ট্রেন গুলি বাতিল থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত সমস্ত ট্রেনই চলবে।

RELATED ARTICLES

Most Popular