Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNaveen Patnaik | নীতীশের সঙ্গে বৈঠকের পরই ৪ দিনের দিল্লি সফরে নবীন

Naveen Patnaik | নীতীশের সঙ্গে বৈঠকের পরই ৪ দিনের দিল্লি সফরে নবীন

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির উদ্দেশে রওনা ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়কের (Naveen Patnaik)। সূত্রের খবর, চার দিনের দিল্লি সফরে তাঁর একাধিক সরকারি কর্মসূচি রয়েছে। পাশাপাশি কিছু রাজনৈতিক কাজও রয়েছে বলে দলীয় সূত্রে খবর। এমনকী কয়েক জন বিরোধী নেতার সঙ্গেও দেখা করার কথা রয়েছে নবীনের। মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে বৈঠক ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তারপরই তাঁর এই দিল্লি যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে মুম্বইতে যাওয়ার কথা রয়েছে নীতীশের। সেখানে এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকও করার কতা রয়েছে তাঁর। রাজনৈতিক ভাবে বরাবরই কংগ্রেস বিরোধী হিসাবে পরিচিত নবীন। ওড়িশায় বিজেপির পাশাপাশি কংগ্রেসও তাঁর দলের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে দিল্লিতে তাঁর গতিবিধি লোকসভা ভোটে বিজেডির অবস্থানের ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Calcutta High Court | কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টিএস শিভগননম

প্রসঙ্গত, ২০০০ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েই ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নবীন। কিন্তু ২০০৯ সালে মোহভঙ্গ হয় তাঁর। এনডিএ ছাড়েন তিনি। ২০২৪ সালে আসন্ন লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশায় বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি যাত্রা সহ বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকও অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ন রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আরজেডি প্রধান তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন নীতীশ। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের একজোট করা নিয়ে আলোচনাও হয়েছিল। ওইদিনই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করেছিলেন তাঁরা। মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন ও বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনের সঙ্গেও বৈঠক হয় নীতীশ ও তেজস্বীর। 

RELATED ARTICLES

Most Popular