Saturday, June 21, 2025
HomeScroll'ধর্মের ভিত্তিতে কোনও ওবিসি সংরক্ষণ নয়’, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

‘ধর্মের ভিত্তিতে কোনও ওবিসি সংরক্ষণ নয়’, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

ওবিসি শংসাপত্র নিয়ে অপপ্রচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা: ওবিসি শংসাপত্র (OBC Certificate) দেওয়ার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। মঙ্গলবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণি সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) একটি নির্দেশ দেয়। বেশ কিছু ওবিসিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছি। সেই মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন, যাঁরা বলছেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তাঁরা বিভ্রান্ত করছেন।”

এদিন মুখ্যমন্ত্রী জানালেন, ”ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সার্ভে হচ্ছে। ওবিসি এ বিভাগে ৪৯টি এবং ওবিসি বি বিভাগে ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি অন্তর্ভুক্ত হবে। সমীক্ষা চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব।” মুখ্যমন্ত্রীর কথায়, ”বর্তমানে আমাদের রাজ্যে ১৪০ টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ৪৯ ওবিসি-এ, ৯১ ওবিসি-বি। আর‌ও ৫০ টি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে। সিপিএমের আমলে কোনও সার্ভে করা হয়নি। আমাদের সময়ে, ২০১২ সাল থেকে এই সার্ভে করা হচ্ছে।”

আরও পড়ুন: কবে থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু? বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

সম্প্রতি রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করেছে মমতার মন্ত্রিসভা। গত ২ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দফতরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী, আইনি জটিলতা দূর করতে আগে থাকা ৬৬টি জাতির সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়েছে এবং নতুন করে ৭৬টি জাতি সংযোজিত হয়েছে। ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়াল ১৪০-এ। এদিন বিধানসভায় এই নিয়ে অপপ্রচার রুখতে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা করা হয়েছে। তাই ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ধর্মের কোনও সম্পর্ক নেই।

মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলে দাবি করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার নেতৃত্বে বিধানসভার অধিবেশন ছাড়লেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার গেটের বাইরে এসে বিক্ষোভ দেখান তাঁরা। এই প্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বক্তৃতা রাখার দেওয়া উচিত ছিল । কিন্তু স্পিকার তেমনটা করেননি। তাই তাদের এই প্রতিবাদ বলে জানিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে ওবিসি শংসাপত্র নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Iran-Israel | ইরান-ইজরায়েল যু/দ্ধ আবহে জেনেভায় বৈঠক করবেন ইরানের বিদেশমন্ত্রী
01:28:30
Video thumbnail
SSC Update | বিগ ব্রেকিং, SSC-র ভাতাতে স্থগিতাদেশ হাইকোর্টের, এবার কী হবে?
01:45:45
Video thumbnail
Ahmedabad Incident | আহমেদাবাদ দু/র্ঘটনার পর বোয়িংয়ে আস্থা হারাচ্ছে বিশ্ব? বহু চুক্তি বাতিল
01:51:11
Video thumbnail
Stadium Bulletin | জোড়া শতরান! হেডিংলেতে দাপট ভারতের
22:37
Video thumbnail
Iran-America | ইরান-ইজরায়েল যু/দ্ধের মাঝেই আমেরিকাকে চ‍্যালেঞ্জ ইরানের, কোন ড্রোনে ভয় দেখাল ইরান?
00:00
Video thumbnail
Iran-America | ইরান-ইজরায়েল যু/দ্ধের মাঝেই আমেরিকাকে চ‍্যালেঞ্জ ইরানের, কোন ড্রোনে ভয় দেখাল ইরান?
04:01
Video thumbnail
Iran-Israel | ইরানের যে ক্ষে/পনা/স্ত্রে কুপোকাত ইজরায়েল, জেনে নিন তার গোপন কথা,দেখুন স্পেশাল রিপোর্ট
03:14:41
Video thumbnail
Iran-Israel | ইরানের অনবরত অ‍্যা/টাক, ছা/ই হওয়ার মুখে ইজরায়েল, দেখুন ঠিক কী অবস্থা
01:40:21
Video thumbnail
Iran-Israel | ইরান-ইজরায়েল যু/দ্ধে ২ সপ্তাহের মধ‍্যে এন্ট্রি নেবে আমেরিকা
02:35:25
Video thumbnail
Apple-Google Password | অ্যাপল-গুগল-ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস
01:06:20