কলকাতা: সরকারি কর্মীদের আন্দোলন রুখতে আরও কড়া অবস্থান নিল নবান্ন। অফিস টাইমে কেউ অফিস ছাড়তে পারবেন না বলে শনিবার নির্দেশিকা জারি করা হয়েছে। অফিসে কোনও বিশৃঙ্খলা চলতে দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সময় মেনে হাজিরা দিতে হবে সরকারি কর্মচারীদের। অফিস ছাড়ার ক্ষেত্রেও সময় মানতে হবে। তা অমান্য করলে কিংবা অফিস টাইমে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়াও অন্য এক নির্দেশিকায় বলা হয়েছে, কিছু সংগঠন ২২ মে থেকে পেন ডাউন ধর্মঘটের ডাক দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে সমস্ত স্তরের কর্মচারীকে অফিসে সময়মতো হাজির থাকতে বলা হচ্ছে। এই পেন ডাউন ধর্মঘট হলে সরকারি কাজকর্ম ব্যাহত হবে। যাঁরা কাজ করবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথমার্ধে কিংবা দ্বিতীয়ার্ধে কোনও ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না। এ ছাড়া অন্য ছুটিও নেওয়া যাবে না। শুধু কর্মচারীরা হাসপাতালে ভর্তি হলে, পরিবারের কেউ মারা গেলে, গুরুতর অসুস্থ হলে ছাড় মিলবে। যাঁরা ১৯ মের আগে থেকে চাইল্ড কেয়ার লিভ কিংবা ম্যাটারনিটি লিভে আছেন, তাঁরাও ছাড় পাবেন। ২২ মে থেকে কেউ ছুটি নিলে বা অনুপস্থিত থাকলে তাঁদের শোকজ করা হবে। জবাব সন্তোষজনক হলে ছুটি মঞ্জুর করা হবে। আর শোকজের জবাব সন্তোষজনক না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে বেতন কাটা হবে, চাকরিতে ছেদও (ডায়াস নন) পড়তে পারে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে গত প্রায় দুই মাস ধরে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করছে। এর মধ্যে দুদিন মঞ্চ কর্মবিরতি পালন করেছে। সরকার অনেককে এই কর্মবিরতিতে যোগ দেওয়ার জন্য শোকজ করেছে, বদলি করেছে। তবু মঞ্চ আন্দোলন বন্ধ করেনি। এর মধ্যেই মঞ্চ ২২ মে থেকে পেন ডাউন ধর্মঘট ডেকেছে। তার পরিপ্রেক্ষিতেই নবান্ন শনিবার এই নির্দেশিকা জারি করল।