Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাCSK GT | IPL Final | রবিবারের বৃষ্টিতে সবটাই মাটি, সোমবার...

CSK GT | IPL Final | রবিবারের বৃষ্টিতে সবটাই মাটি, সোমবার আইপিএল ফাইনাল

Follow Us :

আমদাবাদ: বৃষ্টিতে ভেস্তে গেল। রবিবার আইপিএল ফাইনালের (IPL 2023 Final) দিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হল না। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর রবিবারের ফাইলান ম্যাচ দেওয়া হল সোমবার। আগামিকাল সোমবার সন্ধ্যায ৭.৩০ থেকেই শুরু হবে খেলা।

চেন্নাই কি ৫ বার চ্যাম্পিয়ন হবে না, পরপর দু’বার গুজরাট আইপিএলয়ের (IPL) ট্রফি নিজেদের ঘরে তুলবে। এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রবিবার আমেদাবাদে চোখ রেখেছিল পুরো দেশ। এর সঙ্গে সবার মনে একটা আরও একটা প্রশ্ন ঘুরছিল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)  ফাইনাল ম্যাচের পর অবসর নেবেন কিনা। রবিবার বৃষ্টির জন্য সেই সব প্রশ্নের উত্তর তোলা থাকল সোমবারের জন্য। কারণ এদিনের খেলা সোমবার হবে। ম্যাচ দেখতে আসা দর্শকরা একরাশ হতাশ নিয়ে বাড়ি ফিরে যান। অপেক্ষা আগ্রহ বাড়ায়। তাই দ্বিগুন আগ্রহ নিয়েই সোমবার ফের স্টেডিয়াম ভরে উঠবে দর্শকে। ফের গ্যালারিতে উঠবে ধোনি ধোনি রব।

আগেই ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। আমদাবাদে বিগত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। এদিন আশা করা গিয়েছিল যে ম্য়াচ শুরু করা যাবে। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০। কিন্তু টসের আগেই প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও আশা করা গিয়েছিল যে ৯.৩৫ এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, তবে নির্ধারিত ২০ ওভারেই খেলা হবে। কিন্তু বৃষ্টি সময় যত বাড়ে ততই বাড়তে থাকে। রাত ১২.২৬ এ ম্যাচ শুরু করা গেলেও পাঁচ ওভার প্রতি ইনিংস ম্যাচ করা হত। কিন্তু মাঠের পরিস্থিতি এতটাই খারাপ খেলার অনুপযুক্ত। আম্পায়াররা দুদলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্য়াচ আগামিকাল পিছিয়ে দেওয়ার হয়। 

RELATED ARTICLES

Most Popular