skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsবৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উত্তর কলকাতার আরও এক পুরানো বাড়ি

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উত্তর কলকাতার আরও এক পুরানো বাড়ি

Follow Us :

কলকাতা: রাতের ভারী বৃষ্টিতে শহরে ভেঙে পড়ল আরও এক বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার  মহেন্দ্র সরকার স্ট্রিটে। আনুমানিক রাত ৩:৩০ মিনিট নাগাদ, এই পুরানো বাড়ির বারান্দা ভেঙে পড়ে।

আরও পড়ুন- এখনই পিছু ছাড়ছে না, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

মঙ্গলবার রাতের বৃষ্টিতে ওই পুরানো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তবে, হতাহতের কোনো খবর নেই। ইতিমধ্যেই দমকল ও পুরসভা পৌঁছেছে ১২ নম্বর মহেন্দ্র সরকার স্ট্রিটে। মুচিপাড়া থানার পুলিশও পৌঁছেছে ঘটনাস্থলে।

আরও পড়ুন- চলবে লাগাতার বৃষ্টি, কতদিন?

কপাল জোরে রক্ষা পেয়েছে এলাকার মানুষজন। তাঁদের বক্তব্য, ৪৪এ মহেন্দ্র সরকার স্ট্রিটের বাড়িটির নীচে রোয়াকে বসে দিন থেকে রাত্রি অবধি প্রচুর মানুষ আড্ডা দেয়। ওই বাড়ির বিপরীতে রয়েছে রামকৃষ্ণ মন্দির। অনেকেই গরমে ওখানে ঘুমিয়ে থাকে। তবে, বৃষ্টির কারণে ঘটনার সময় কেউ ছিলেন না।

শহরজুড়ে পুরানো বাড়িগুলিকে বিপদজনক বলে ঘোষণা করেছে পুরসভা। অনেক্ষেত্রেই তা মেরামতি করা হয়নি। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে দিন কয়েক আগেই তিন দিনের ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল ২০, কৈলাস কবিরাজ লেনের প্রায় এক-দেড়শ বছরের পুরানো। বৃষ্টি হলেই এভাবে একের পর এক বাড়ি ভেঙে পড়াতে উদ্বিগ্নে এলাকার মানুষজন।

RELATED ARTICLES

Most Popular