Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসেনা ও পুলিশের যৌথ অভিযানে সোপিয়ানে নিহত হিজবুল কমান্ডার

সেনা ও পুলিশের যৌথ অভিযানে সোপিয়ানে নিহত হিজবুল কমান্ডার

Follow Us :

শ্রীনগর: ফের জঙ্গি নিকেশ ভারতীয় সেনার। বৃহস্পতিবার ভোররাতে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোপিয়ানে এলাকায় এক জঙ্গিকে নিহত করা হয়। নিহত ওই জঙ্গি হিজবুল মুজাহিদিন সংগঠনেরদি রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর এক কমান্ডার ছিল। নিহত মাইসের আহমেদ দার একাধিক নাশকতার মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রাতে গোপন সূত্র খবর পেয়ে কাথোয়ালেন গ্রামে আভিযানে নাম যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে মৃত্যু হয় দারের। তাঁর কয়েক জন সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছেন বলে অনুমান পুলিশের। তাঁদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

আরও পড়ুন: আজ অভিষেকের হাজিরা ইডিতে

বিএসএফের তরফে জানানো হয়েছে, রামগড় সেক্টরে একাধিক সীমান্ত চৌকিতে বুধবার রাত ১২টার পর থেকে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায়। বিএসএফ সূত্রে খবর, পাক জঙ্গিরাও হামলায় চালিয়েছে। যদিও এর জবাবে বিএসএফের তরফেও জবাব দেওয়া হয়। তবে পাক বাহিনীর গুলিতে এক বিএসএফ জওয়ান গুরুতর জখম হন।

RELATED ARTICLES

Most Popular