Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরাজ্যে শীতের আমেজ, কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি?

রাজ্যে শীতের আমেজ, কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি?

Follow Us :

কলকাতা: কালীপুজোতে শীতের আমেজ রাজ্য জুড়ে। ভাইফোঁটাতেও কি আবহাওয়া একইরকম থাকবে? নাকি বৃষ্টির সম্ভাবনা! কি বলছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, মনোরম পরিবেশ থাকবে কালীপুজোয়। পরিষ্কার আকাশ এবং হালকা শীতের আমেজ বজায় থাকবে কিন্তু ভাইফোঁটায়।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন: আজ অভিষেকের হাজিরা ইডিতে 

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। তাই শহর ও জেলায় জেলায় হালকা শীতের আমেজ। তবে এই কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই কয়েকদিন কিন্তু হালকা শীতের আমেজ ফিরছে রাজ্যে। কলকাতায় ২০-২১ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, এই মূহুর্তে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে তামিলনাড়ু সংলগ্ন উপকূলে। পূর্ব-মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular