Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsআজ অভিষেকের হাজিরা ইডিতে

আজ অভিষেকের হাজিরা ইডিতে

Follow Us :

কলকাতা: আজ, বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।  এর আগেও একাধিকবার ইডি (ED) দফতরে হাজিরা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে হবে বলে নোটিস দিয়েছে ইডি। বেলা ১১টায় অভিষেককে হাজিরা দিতে হবে।

এর আগে কয়লাকাণ্ড ও পরে নিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি হাজিরা দেবেন। তৃণমূলের বক্তব্য, ইচ্ছা করেই বারবার অভিষেককে হেনস্তা করা হচ্ছে। এই বছরে ২০ মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ৬ বার ইডি ও সিবিাই তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি তিনি। ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: খয়রাশোলে অনুপমের মঞ্চ ভাঙচুর, বিজেপিতে তীব্র কোন্দল

২০ মে নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে ডেকে পাঠায় সিবিআই।  ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে তলব করে ইডি। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধরনার দিন ফের তলব করা হয় তাঁকে। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, আদালতের নির্দেশে গত ১০ অক্টোবর ইডি অফিসে নথি জমা দেন অভিষেক।

কয়লা কেলেঙ্কারিতে দিল্লিতেও তলব করা হয়েছিল অভিষেককে। কলকাতার সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন। তাঁর স্ত্রীকেও তলব করা হয়। তিনিও হাজিরা দেন। সম্প্রতি অভিষেকের পুরো পরিবারকে তলব করা হয়েছিল। মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়। তাঁর বাবা-মা হাজিরা না দিলেও হাজিরা দিয়েছিলেন তাঁর স্ত্রী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular